শান্তির দূত, আবার সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয় এই পাখিটিকে। কোনও কিছু শুভ সূচনা করার আগে পায়রা উড়িয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে ভারতের অনেক জায়গায়। নতুন জীবনের শুভ সূচনার মুহূর্তে সেই সৌভাগ্যের দূত যদি ‘উড়ে এসে জুড়ে বসে’ তার থেকে ভাল কিছু বোধহয় হয় না। তেমনই একটি মন ভাল করা ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে একটি বিয়ের মণ্ডপে হঠাৎ করে হাজির হয়েছে এক অনাহূত পায়রা। উড়ে এসে সেটি এমন এক কাণ্ড করেছে যা দেখে হতবাক বর-কনে ও তাঁদের আত্মীয়েরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আচার-অনুষ্ঠান চলছে, মণ্ডপে পাশাপাশি বসে রয়েছেন সদ্যবিবাহিত দম্পতি। লাল লেহঙ্গা পরা নববধূর কোলের উপর দানসামগ্রী দিতে এগিয়ে আসছিলেন এক প্রৌঢ়। হঠাৎ করেই একটি পায়রা উড়ে এসে ঠিক কনের মাথার উপর বসে পড়ে। কনের মাথার উপর এ ভাবে পায়রাটিকে বসে থাকতে দেখে সবাই অবাক হয়ে যান। কনেও হাসতে থাকে। সবাই তাঁকে নড়াচড়া করতে নিষেধ করেন। অনেককেই বলতে শোনা যায় স্বয়ং ঈশ্বর নববধূকে আশীর্বাদ করতে এসেছেন। এই দৃশ্য দেখে বরও অবাক হন। সেই দৃশ্য দেখে পাশে বসা বরকেও হাতজোড় করে নমস্কার জানাতে দেখা গিয়েছে। আচমকা এই ঘটনায় কনে চমকে গেলেও পায়রাটিকে মাথা থেকে সরিয়ে দেননি। কয়েক সেকেন্ড ধরে পায়রাটি তরুণীর মাথার উপর বসে থাকে। পরে সেটি উড়ে যায়।
ভিডিয়োটি ‘বিনয়শর্মা ও ভূমিকাশর্মা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয় ‘‘সে দিন আমরা কেবল মানুষের কাছ থেকে নয়, আকাশ থেকেও আশীর্বাদ পেয়েছি। বিয়ের সেই পবিত্র বন্ধনকে প্রকৃতিও অভিবাদন জানিয়েছে।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর মানুষের আশীর্বাদ ও ভালবাসায় ভরা মন্তব্য জমা হয়েছে এই ভিডিয়োয় ৯০ হাজারেরও বেশি মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন এই ভিডিয়োয়।