মাসখানেক আগে চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন খ্যাতনামী ইউটিউবার তথা শিক্ষক খান স্যর। বিয়ের খবর কাকপক্ষীতে টের না পেলেও ২ জুন পটনায় বিয়ের রিসেপশনে বসেছিল চাঁদের হাট। সেখানে প্রথম প্রকাশ্যে আসেন খান স্যরের স্ত্রী এ এস খান। ওড়না দিয়ে মুখ ঢেকে স্বামীর পাশে থেকে অতিথি-অভ্যাগতদের আপ্যায়ন করতে দেখা যায় তাঁকে। দম্পতির বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে বিতর্কের ঝ়়ড় ওঠে। একগলা ঘোমটা পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বহু বিষয়স্রষ্টা খান স্যরের স্ত্রীর সমালোচনা করে ভিডিয়ো তৈরি করেছিলেন। সেই সমস্ত জল্পনা ও সমালোচনায় জল ঢেলে দিয়েছেন খান স্যরই।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা এএনআইয়ের একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে তিনি জানান কেন তাঁর স্ত্রী অতিথিদের অভ্যর্থনা করার সময় লাল ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পডকাস্টের সঞ্চালক খান স্যরের বিয়েতে উপস্থিত ‘ভিআইপি’দের নিয়ে আলোচনা করেন। সেই আলোচনা করতে গিয়েই উঠে আসে ঘোমটা বিতর্কের কথা। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে খান স্যর দাবি করেন ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত পুরোপুরি তাঁর স্ত্রীর। এর ব্যাখ্যা জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘ছোট থেকেই আমার স্ত্রী বিয়ে নিয়ে একটি বিশেষ স্বপ্ন দেখতেন। তিনি চেয়েছিলেন বিয়ের সময় তাঁকে যেন সকলের চেয়ে সুন্দর লাগে। আমন্ত্রিত সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চেয়েছিলেন তিনি।’’ বির্তকের জবাবে এমনই সাফাই দিয়েছেন খান স্যর।
রিসেপশনের জন্য খান স্যরের নববিবাহিতা পত্নী বেছে নিয়েছিলেন একটি লাল রঙের লেহঙ্গা। তাতে জমকালো সোনালি জরি দিয়ে সূচিকর্মের অলঙ্করণ ছিল। সঙ্গে মানানসই ব্লাউজ় ও সবুজ রঙের ওড়না। এ ছাড়াও আলাদা একটি লাল ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন খান স্যরের স্ত্রী।