বিয়ের অনুষ্ঠানে নানা মজার মজার কাণ্ড ঘটে থাকে প্রায়শই। বর কিংবা কনেও মাঝেমাঝেই এমন সব কীর্তি করে বসেন যা দেখে সমাজমাধ্যমে হাসির ঝড় ওঠে। পাত্র বা পাত্রী ছাড়াও বিয়েতে এমন কয়েক জন অতিথিও উপস্থিত হন যাঁদের আচরণে সমস্যায় পড়তে হয় বর ও কনেপক্ষকে। তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। আশীর্বাদের সময় নিমন্ত্রিত এক অতিথি এমন কাণ্ড ঘটালেন যা দেখে হাসির ঝড় উঠেছে নেটপাড়ায়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিয়ের মঞ্চে দুটি আসনে বসেছিলেন বর ও কনে। অতিথিদের অনেকেই এসে নবদম্পতিকে আশীর্বাদ করে যাচ্ছেন। তাঁদের মধ্যে এক তরুণ কনের আসনের পিছনে দাঁড়িয়ে এক গোছা নোট নিয়ে কনের মাথার উপর ঘোরাতে থাকলেন। আশীর্বাদের মাঝেই কনের আসনে ভর দিতেই ঘটে যায় দুর্ঘটনা। আসনসমেত কনে ও সেই তরুণ উল্টে মঞ্চের পিছনে পড়ে গেলেন। পাশে দাঁড়ানো অন্য এক তরুণও টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। পাশে বসা বরকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় বিয়ের অনুষ্ঠান প্রায় পণ্ড হয়ে যাওয়ার জোগাড়।
আরও পড়ুন:
ভাইরাল এই ভিডিয়োটি ‘আইঅ্যামমোহিত’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৬৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় চার লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে এই ভিডিয়োয়। এক জন ব্যবহারকারী লিখেছেন ‘‘খুব দুঃখের সঙ্গে আমাকে হাসতে হচ্ছে।’’