মৃতের দেহাবশেষ থেকে পাওয়া সোনার টুকরো সংগ্রহ করে দেড় লক্ষ টাকারও বেশি সোনা জমিয়েছেন এক প্রৌঢ়। অন্ত্যেষ্টিক্রিয়ার পর দেহের ভস্মাবশেষ থেকে ছোট ছোট সোনার টুকরো খুঁজে পেতেন ওই অন্ত্যেষ্টিক্রিয়া কর্মী। সেগুলির বেশির ভাগই ছিল সোনার দাঁত। ছাইয়ের মধ্যে থেকে সোনার দাঁত সংগ্রহ করে পরে সেগুলি গলিয়ে সোনার বাটে পরিণত করেছিলেন। ঘটনাটি মধ্য তাইল্যান্ডের সারাবুরি প্রদেশের। এই কর্মী বহু বছর ধরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার হয়ে কাজ করছেন।
তাইল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য থাইগার’-এর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ওই অন্ত্যেষ্টিক্রিয়া কর্মী স্থানীয় একটি সোনার দোকানে পরীক্ষা এবং মূল্যায়নের জন্য ১০টিরও বেশি ছোট সোনার টুকরো নিয়ে গিয়েছিলেন। তিনি সেখানে জোর দিয়ে বলেন, মৃতদের পরিবারের সম্মতি নিয়েই তিনি এই সোনা নিজের কাছে জমা রেখেছেন। তিনি জানান, দাহ করার পর দেহাবশেষে প্রায়শই ছাই, হাড়ের টুকরোর মধ্যে সোনার টুকরো থাকে। বেশির ভাগ মৃতের পরিবার সেই সোনা ফিরিয়ে নিয়ে যেতে চায় না। তারা সেগুলি অন্ত্যেষ্টিক্রিয়া কর্মীদের দান করে দেয়।
আরও পড়ুন:
এগুলির মধ্যে কতটা সোনা খাঁটি রয়েছে তা যাচাইয়ের জন্য ওই কর্মী সোনার দোকানে আসেন। টুকরো গলিয়ে তা থেকে ২২ গ্রামের কাছাকাছি ওজনের একটি বাট তৈরি হয়। গত ২৫ তারিখ সোনার দোকানের মালিক সমাজমাধ্যমে এই ঘটনাটি একটি ভিডিয়োর মাধ্যমে প্রকাশ্যে আনেন। তিনি ক্যামেরার সামনে সোনা দিয়ে বাঁধানো একটি দাঁতের টুকরো তুলে ধরে জানান, এটি একটি মৃতদেহের দাঁত থেকে পাওয়া সোনা। সোনা গলানোর পর সেগুলির দাম ১ হাজার ৮০০ ডলার বা দেড় লক্ষ টাকার বেশি বলে ধরা হয়েছে।