ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে অন্যতম। নাম শুনলেই শিরদাঁড়ায় কাঁপন ধরে। সাপের রাজা কিং কোবরা বা শঙ্খচূড়। প্রাণ কাড়ার জন্য একটি ছোবলই যথেষ্ট। ফণা তুলে দাঁড়ালেই হাত-পা অসাড় হয়ে যেতে বাধ্য। সেই ভয়াল চেহারার কিং কোবরাকে যদি পুতুলের জন্য হাতে বোনা টুপি পরিয়ে ছবি তোলা হয়, কেমন হবে? তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে চমকে উঠেছেন দর্শক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি টুপি পরা শঙ্খচূড়কে। টুপি পরা সরীসৃপটিকে দেখতে ততটা ভয়াল লাগছে না। সমাজমাধ্যম ব্যবহারকারীদের মতে, উলের ছোট্ট মানানসই টুপি মাথায় পরা সাপটিকে অতটাও মারাত্মক লাগছে না। বরং সুন্দর, মিষ্টি লাগছে! নেটাগরিকেরা একে ‘পুকি’ বলে আখ্যা দিয়েছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যামেরা চালু হওয়ার কয়েক সেকেন্ড পরে, এক তরুণ সাপটিকে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন। প্রথমে তিনি শঙ্খচূড়ের লেজটি স্পর্শ করেন। তার পর টুপিতে থাকা ভালুকের মতো কানে টোকা দিতে থাকেন ওই তরুণ। টুপি পরা সাপটিকে দেখে শান্তশিষ্ট মনে হলেও সেটির প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং আক্রমণাত্মক।
আরও পড়ুন:
ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ‘সাহাবাত আলমরিয়্যাল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সাপের ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘আমি শঙ্খচূড়, দয়া করে আমাকে গুরুত্ব দেওয়া হোক।’’ অন্য এক জন হাসির ইমোজি দিয়ে লিখেছেন ‘‘খুব সুন্দর।’’