প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের দরজায় ঝুলে ঝুলে সফর করলেন কয়েক জন তরুণী। ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের পাদানি থেকে বিপজ্জনক ভাবে ঝুলতে দেখা গিয়েছে তাঁদের। সোমবার সকালের ব্যস্ত সময়ে এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে মহিলাদের জন্য সংরক্ষিত একটি ট্রেনে। ৪০ মিনিট দেরিতে আসার ফলে ট্রেনের প্রত্যেক কামরাতেই মাত্রাতিরিক্ত ভিড় ছিল। গন্তব্যে পৌঁছোনোর তাড়া থাকায় মহিলা যাত্রীরা সেই মারাত্মক ভিড়ের মধ্যে ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় যাত্রীদের ওই ভাবে ঝুলতে দেখে শিউরে উঠছেন অনেকেই। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাউ করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে ঝুলছেন কয়েক জন মহিলা। দরজার হাতল ধরে ট্রেনের বাইরে ঝুলতে দেখা গিয়েছে এক তরুণীকে। যাত্রীদের অভিযোগ, ট্রেনের বিলম্ব বেড়েই চলেছে। ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড়ের কারণে কামরার ভিতরে ঢোকা কার্যত অসম্ভব হয়ে পড়ে। রেল কর্তৃপক্ষ বহু বার সাবধান করার চেষ্টা করলেও সেই সতর্কবার্তা অগ্রাহ্য করেই রেলসফরে অভ্যস্ত হয়ে পড়ছেন যাত্রীরা। যাত্রীদের দাবি, ট্রেন দেরি করে বা অনিয়মিত ভাবে চললে তাঁদের আর কোনও বিকল্প থাকে না। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই রেলের এক্স হ্যান্ডলকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।