সমুদ্রসৈকতে দেখা মিলল বিভীষিকার। স্নান করতে গিয়ে গোয়ার সমুদ্রের তটে একটি ভয়ানক বিষাক্ত সাপের দেখা পেলেন পর্যটকেরা। সাদা-কালো ডোরাকাটা একটি ছোট সাপকে বালির মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছে। শিকার গিলে সেটির পেট ফুলে ঢোল। নড়াচড়া করতে পারছে না সেটি। সাপটিকে পড়ে থাকতে দেখে পর্যটকেরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা আতঙ্কিত হয়েছেন। সাপটিকে দেখে অনেক নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন সাপটি একটি বিষাক্ত সামুদ্রিক সাপ। গোয়ার মতো জনবহুল সমুদ্রসৈকতে বিষাক্ত সাপের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় যে সাপটিকে দেখা গিয়েছে সেটি আকারে বিশাল বড় না হলেও শিকার উদরস্থ করে পেট ফুলিয়ে ফেলেছে। অনলাইনের তথ্য বলছে সাপটি ব্যান্ডেড সি ক্রেট। এরা সাধারণত সাগরের প্রবালপ্রাচীরে বাস করে। বিষাক্ত সাপটির শরীরে কালো ও হলুদ বা সাদা রঙের ডোরাকাটা দাগ থাকে। এদের বিষ খুবই মারাত্মক এবং নিউরোটক্সিন। কামড়ালে শ্বাসকষ্ট ও পক্ষাঘাত ডেকে আনতে পারে। এরা সাধারণত মাছ বা ইল শিকার করে বেঁচে থাকে।
ভিডিয়োটি তিন দিন আগে রেডিটে পোস্ট করার পর বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন ‘‘ব্যান্ডেড সি ক্রেট! দারুণ। এরা অত্যন্ত বিষাক্ত, কিন্তু সাধারণত মানুষকে কামড়ায় না।’’