সন্তানের জীবনের জন্য নিজের প্রাণ বাজি রাখতে পরোয়া করেন না মায়েরা। মনুষ্যজগতেও যেমন এর ভূরি ভূরি উদাহরণ রয়েছে, তেমনি প্রাণীজগতেও এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে শাবককে প্রাণ দিয়ে রক্ষা করেছে মা। কখনও সিংহের কবল থেকে শাবককে বাঁচিয়েছে মা জলহস্তী। কখনও সিংহীর পালের আক্রমণের সামনে মহিষশাবকের ঢাল হয়ে দাঁড়িয়েছে তাদের মায়েরা। নিজের বিপদ তুচ্ছ করে সন্তানদের রক্ষা করতে পিছপা হয় না তারাও। ভাইরাল হওয়া এক ভিডিয়োয় প্রমাণ মিলল তারই। যেখানে দেখা গিয়েছে চার সন্তানকে বড়সড় এক বনবিড়ালের হাত থেকে রক্ষা করছে মা পসাম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একপাল সন্তানকে পিঠে করে জঙ্গল পেরোতে গিয়ে মুখোমুখি হয়েছিল বিড়ালটির। দাঁত খিঁচিয়ে এগিয়ে যায় শিকারির দিকে। এতগুলি শিকারকে একসঙ্গে পেয়ে পায়ে পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বন্যবিড়ালটি। তবে মা পসামকে টপকে ছানাগুলিকে থাবা মারতে সাহস করেনি শিকারি চতুষ্পদটি। পসাম মায়ের গর্জনের ফলে কিছুটা এগিয়ে থমকে যায় সেটি। বিড়ালের চোখে চোখ রেখে সমানে আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় প্রাণীটি। ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে শেষ পর্যন্ত কী ঘটেছিল তা দেখা যায়নি ভিডিয়োয়।
এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়।পসাম নামের এই প্রাণীটি সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। দেখতে ইঁদুরের মতো হলেও এরা আসলে মার্সুপিয়াল বা ক্যাঙারু গোত্রের প্রাণী। এদের সন্তানস্নেহ অন্য মার্সুপিয়ালদের মতোই। জন্মের পর থলিতে থাকলেও বড় হলে এরা মায়ের কাঁধে চেপে ঘুরে বেড়াতে ভালবাসে। ১২ জুন তারিখে পোস্ট করা ভিডিয়োটি ৯০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ৪৫ হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োয়।