দিনের আলোয় বাড়ির ভিতরে ঢুকে পাহারাদার কুকুরকে শিকার করে নিয়ে গেল চিতাবাঘ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই শিকার অভিযান। দেশি কুকুরটি আঁচও করতে পারেনি হানাদার শ্বাপদের উপস্থিতি। বাড়ির বারান্দায় থাকা কুকুরটিকে কয়েক সেকেন্ডের মধ্যে শিকার করল চিতাবাঘটি। সিসিটিভি ফুটেজটি সমাজমাধ্যম ছড়িয়ে প়ড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
চিতাবাঘের মতো দ্রুতগামী শিকারির আক্রমণ থেকে বেঁচে থাকা কোনও প্রাণীর পক্ষেই সহজ নয়। জার্মান শেফার্ড বা পিট বুলের মতো কুকুর চিতাবাঘের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে। তবে, একটি দেশি কুকুরের পক্ষে চিতাবাঘের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে। কয়েক সেকেন্ডের ভিডিয়োয় দেখা গিয়েছে একটি দেশি কুকুর বাড়ির বাইরে পাহারা দিচ্ছে। ঠিক তখনই একটি চিতাবাঘ হঠাৎ উপর থেকে লাফিয়ে পড়ে। চিতাবাঘটিকে রেলিং ধরে লাফিয়ে পড়তে দেখে কুকুরটি তারস্বরে ডাকতে শুরু করে। কিন্তু চিতাবাঘটি লাফিয়ে পড়ে পোষ্যটির টুঁটি টিপে ধরতেই পাঁচ সেকেন্ডের মধ্যে কুকুরটির হাঁকডাক থেমে যায়।
এক্স হ্যান্ডলের ‘ইএনজিজি_সুরজ’ নামে অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি রিপোস্ট করা হয়েছে। ভিডিয়োটি হাজার হাজার বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর লাইক, কমেন্টও জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন দর্শক। বাড়ির ভিতরে ঢুকে এই ভাবে পাহারাদারকেই তুলে নেওয়ার ঘটনা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুকুরদের রক্ষা করার জন্য ঘরের মধ্যে রাখা উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর দৃশ্য, দেখেই শিউরে উঠলাম।’’