স্কুটি দাঁড় করিয়ে হাপুস নয়নে কাঁদছেন তরুণী। সামনে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশকর্মী। ট্রাফিক আইন সংক্রান্ত নিয়ম ভাঙার জন্য তরুণীকে সম্ভবত কোনও জরিমানার নির্দেশ করছিলেন তিনি। তরুণী ও পুলিশের কথোপকথনের মাঝে হঠাৎ করে ঢুকে পড়েন এক ব্যক্তি। আগ বাড়িয়ে তরুণীকে সাহায্য করার প্রস্তাব দেওয়ার পর নিজেই ফ্যাসাদে পড়ে গেলেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তার এক পাশে দু’চাকার বাহন দাঁড় করিয়ে এক তরুণীকে কিছু জিজ্ঞাসা করছেন এক ট্রাফিক পুলিশ। পুলিশের কথার কোনও জবাব না দিয়ে কেঁদেই চলেছেন তরুণী। এরই মাঝে এক ব্যক্তি এসে সেই ট্রাফিক পুলিশকে প্রশ্ন করতে থাকেন যে, তরুণী কেন কান্নাকাটি করছেন? উত্তরে পুলিশকর্মী জবাব দেন, তরুণীর কান্নার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সাহায্য করতে আসা ব্যক্তি এ বার তরুণীকে সরাসরি সাহায্য করার প্রস্তাব দেন। তরুণী সেই প্রস্তাবে সায় দেননি।
তাতেও হাল ছাড়তে রাজি হননি ওই ব্যক্তি। বার বার তিনি তরুণীর হয়ে সালিশি করতে থাকেন। পুলিশকর্মীর কথায় বাধা দিয়ে নানা প্রশ্ন তুলতে থাকেন। এমনকি পুলিশকর্মীকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিতে শুরু করেন। এর পর যা ঘটে তা অপ্রত্যাশিত। পুলিশকর্মী ঘুরে ওই ব্যক্তিকে বলেন, ‘‘তোমার বাইকটা এনে দাঁড় করাও। লাইসেন্স দেখাও।” সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অম্বর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় সাত লক্ষ বার দেখা হয়েছে। ১৭ হাজারের বেশি লাইক পড়েছে তাতে। মজার মজার মন্তব্য জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভালমানুষি করার দিন শেষ। ভাল করতে গিয়ে খারাপই হয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘কেন অন্যের ব্যাপারে মাথা ঘামাতে যান ভাই?’’