রাস্তাঘাটে সমস্যায় পড়লে গাড়ি বা বাইকে একটু এগিয়ে দেওয়ার অনুরোধ আসে অনেক সময়। তরুণের কাছে তেমনই এক অনুরোধ এসেছিল। লখনউয়ের রাস্তায় এক তরুণী বাইকচালকের কাছে এসে তাঁকে কিছু দূর এগিয়ে দেওয়ার অনুরোধ জানান। সাহায্য করার সদিচ্ছা নিয়ে তরুণীকে পিছনে চাপিয়ে নিয়ে বাইক চালাতে শুরু করেন তরুণও। হঠাৎ করেই পিছন থেকে তাঁকে ডেকে কিছু বলতে শুরু করেন এক গাড়িচালক। বাইকের পিছনে বসা তরুণী সম্পর্কে বাইকচালককে সতর্ক করে দেন তিনি। সেই ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণীকে বাইকে তুলে কিছুটা দূরে নিয়ে যাওয়ার পরই পিছনের একটি গাড়িতে থাকা কিছু লোক তরুণকে তাঁর পিছনের সওয়ারি সম্পর্কে সাবধান করতে শুরু করেন। গাড়ির আরোহীদের কথা শুনে বাইকচালক তরুণ চমকে ওঠেন এবং তাঁর বাইক থামিয়ে দেন। গাড়িতে থাকা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘যিনি আপনার কাছে লিফ্ট চেয়েছেন পরে তিনিই আপনাকে হুমকি দেবেন।’’
আরও পড়ুন:
তার পর গাড়িটি এগিয়ে গিয়ে বাইকের কাছে পৌঁছোলে বাইকচালককে সতর্ক করে জানান, এই মহিলা প্রথমে মানুষের কাছ থেকে লিফ্ট চান এবং তার পর তাঁদের টাকা চুরি করেন। এই তরুণীর প্রচুর ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি করেন গাড়িতে থাকা ব্যক্তিরা। গাড়ি থামিয়ে চালক জিজ্ঞাসা করেন, এই মহিলা কি তাঁর কাছে লিফ্ট চেয়েছিলেন। বাইকচালক সম্মতি জানাতেই তিনি দাবি করেন তিনি যাঁকে সাহায্য করতে চাইছেন তিনি লিফ্ট চেয়ে গাড়িতে উঠে টাকা চুরি করে বেড়ান। এই কথা শুনে বাইকে বসা তরুণী সঙ্গে সঙ্গে ওড়না বার করে মুখ ঢেকে দেন। তরুণও তাঁকে বাইক থেকে নামিয়ে দেন।
ঘটনাটি অভিষেক আর ওঝা নামের এক স্থানীয় সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নেটাগরিকেরা। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এখন আমি কাউকে লিফ্ট দিতেও ভয় পাব।’’ অন্য এক জন ব্যবহারকারীর মন্তব্য, ‘‘সময় এত খারাপ হয়ে গিয়েছে। এই ধরনের লোকদের কারণে, যাঁদের সত্যিই সাহায্যের প্রয়োজন তাঁদেরও সাহায্য করতে ভয় হবে।’’