টিকিট কেটে মেট্রোয় উঠে যাত্রীদের সামনে হাত পেতে দাঁড়িয়ে পড়লেন এক তরুণ! যাত্রীদের আসনের সামনে গিয়ে টাকা চাইতে শুরু করলেন তিনি। বেঙ্গালুরুতে চলন্ত মেট্রোর ভিতর এক ব্যক্তির ভিক্ষা করার এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সোমবার ট্রেনটি যখন মন্ত্রী স্কোয়ার সাম্পিগে রোড এবং শ্রীরামপুরা স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন এই ঘটনাটি ঘটে।
সকাল ১১টা ০৪ মিনিটে ম্যাজেস্টিক মেট্রো স্টেশন থেকে ট্রেনে ওঠেন ওই তরুণ। তেমন ভিড় ছিল না কামরায়। সবাই আসনে বসে ছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত মেট্রোয় যাত্রীদের সামনে গিয়ে হাত পেতে ভিক্ষা করছেন কালো টি-শার্ট ও জিন্স পরা ওই তরুণ। মেট্রোর কামরায় ভিক্ষা চাওয়ার ঘটনা দেখে যাত্রীরা অবাক হয়ে তাকাতে থাকেন তাঁর দিকে। এক যাত্রী মাথা নেড়ে টাকা দিতে অস্বীকার করেন বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাস্থলে পুলিশ আসার পর টাকা চাওয়া বন্ধ করেন ওই যুবক। অবশেষে দশরাহাল্লি মেট্রো স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তবে সেই তরুণের পরিচয় জানা যায়নি।
ভাইরাল ভিডিয়োটি ‘এবিপি নিউজ়ের’ এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে নানা প্রতিক্রিয়া জমা পড়েছে। ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। লোকাল ট্রেনের কামরায় এই দৃশ্য গা-সওয়া হলেও মেট্রোয় যাতায়াতের সময় এই ধরনের পরিস্থিতি মোটেই কাম্য নয় বলে মত প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। মেট্রোয় উঠে ভিক্ষা চাওয়ার ঘটনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ বার মেট্রোতেও উৎপাত শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা কোথায়?’’