অসুস্থ ছেলেকে কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা। মাঝপথে ১৪ বছরের কিশোর ছেলে বাবার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সন্তানকে হারানোর প্রবল শোক সহ্য করতে পারেননি বাবা। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনিও মারা গেলেন মৃত ছেলেকে কোলে নিয়েই। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায়। পিতা-পুত্র দু’জনের প্রাণহীন দেহ হাসপাতালে পৌঁছোয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বানিহালের তেথার এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সি শাবির আহমেদ গনিয়া তাঁর অসুস্থ ছেলে সাহিল আহমেদকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, পথে সাহিল তাঁর বাবার কোলেই মারা যায়। সেই ধাক্কা সহ্য করতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত হন শাবির। ওই দিন সকালে বানিহালের উপজেলা হাসপাতালে আনা হয় তাঁদের দেহ। দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আরও একটি ঘটনা ঘটেছে পঞ্জাবে। তাসের আসরে অবৈধ কাজকর্ম চলছে খবর পেয়ে কয়েক জন সাদা পোশাকের পুলিশ হানা দেন। মুল্লানপুরে পৌঁছে তাঁরা দেখেন কয়েক জন ব্যবসায়ী তাস খেলতে জড়ো হয়েছেন। তাঁদের দিকে বন্দুক তাক করেন এক পুলিশকর্মী। আকস্মিক এই ঘটনায় ভয় পেয়ে ৫৫ বছর বয়সি রাজেশকুমার সোনি অসুস্থ হয়ে পড়েন। হৃদ্যন্ত্র বিকল হয়ে মারা যান তিনি। অন্য এক ব্যক্তিও পড়ে যান এবং তাঁকে চিকিৎসার জন্য চণ্ডীগড়ের জিএমসিএইচ-১৬-তে নিয়ে যাওয়া হয়। তবে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।