পৃথিবী থেকে মাঝেমধ্যে এমন কিছু মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যায় যা দেখলে পুরোপুরি কল্পবিজ্ঞানের গল্পের কাহিনি বলে ভ্রম হয়। খালি চোখে পৃথিবীর মাটি থেকে তেমনই কিছু অবিশ্বাস্য দৃশ্য খালি চোখে ধরা পড়ে না। সুউচ্চ পর্বতচূড়া বা বিমানে ভ্রমণের সময় ধরা পড়ে সেই সব বিরল মুহূর্ত। তেমনই একটি দৃশ্য সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সূর্যের ঠিক নীচে, জ্বলন্ত বাতির মতো মেঘের মধ্যে আড়াআড়ি ঝুলতে থাকা আলোর একটি স্তম্ভ। সেই অবিস্মরণীয় দৃশ্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা গিয়েছে সূর্যের ঠিক নীচে একটি উজ্জ্বল শিখার মতো স্তম্ভ ঝুলে রয়েছে। বাতাস বইবার সঙ্গে সঙ্গে অসংখ্য হিরের কুচির মতো ঝলমল করছে সেটি। কখনও কখনও এর দ্যুতি এত তীব্র হয় যে এটি চোখ ধাঁধিয়ে দেয়। এমন একটি মুহূর্ত তৈরি করে যা প্রায় অবাস্তব বলে মনে হয়। অলৌকিক বলে মনে হওয়া সত্ত্বেও, এই ঘটনাটির সঙ্গে রহস্যের কোনও সম্পর্ক নেই। বরং সূর্যালোক, বরফের একটি সুনির্দিষ্ট খেলা। বিজ্ঞানীদের মতে, এই অপার্থিব দৃশ্যের মধ্যে নিহিত রয়েছে বিজ্ঞানই। সূর্যের আলো যখন অসংখ্য ক্ষুদ্র বরফের স্ফটিকের উপর পড়ে তখন এই অবস্থা তৈরি হয়। একে ‘সূর্যের মোমবাতি’ও বলা হয়। এটি পাতলা সিরোস্ট্র্যাটাস মেঘের নীচে ঝুলে থাকে। বায়ুমণ্ডলের পরিস্থিতি যখন শান্ত থাকে, তখন বরফের কণাগুলি অনুভূমিক ভাবে ভেসে বেড়ায়, ক্ষুদ্র আয়নার মতো কাজ করে।
আরও পড়ুন:
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘আর্টইনডিটেলস’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ৭০ হাজার লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিকই বিস্ময় প্রকাশ করেছেন। বিরল এই দৃশ্যটি হইচই ফেলে দিয়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের একাংশ জানিয়েছেন, বিমানচালকেরা প্রায়ই এই বিরল দৃশ্যের সাক্ষী হন। পর্বতারোহী বা স্কি করেন যাঁরা, তাঁরা এই দৃশ্য চাক্ষুষ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভিডিয়োটির মন্তব্যবাক্সে।