বিশ্বের বিষধর সাপেদের মধ্যে অন্যতম বলে গণ্য হয় এই সাপটি। কিং কোবরা, বাংলায় নাম শঙ্খচূড়। আর সেই ভয়ঙ্করতম সাপটির আকার যদি বিশাল হয়? সেই দৃশ্য শিরদাঁড়ায় কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। প্রমাণ সাইজের লম্বা এক তরুণের মাথা ছাড়িয়ে সাপটি দাঁড়িয়ে রয়েছে। হাতের পাঞ্জার থেকেও বড় মাপের ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি শঙ্খচূড় বা কিং কোবরা। অতিকায় সেই সাপের রাজাকে নিয়ে অবলীলায় খেলা করছেন এক তরুণ। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক ভাবে নজর কেড়েছে। ভিডিয়োটি পোস্ট করার পরই তা কয়েক কোটি মানুষ দেখে ফেলেছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দাবি করা হয়েছে তরুণের হাতে ধরা সাপটি পৃথিবীর সবচেয়ে বড় শঙ্খচূড়। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিশাল ও বিষধর প্রাণীটিকে ধরে আছেন তিনি এবং সাপটি তাঁর মাথা ছাড়িয়ে ফণা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভিডিয়োয় স্পষ্ট করে বলা হয়নি এটি বন্য সাপ না কি পোষা প্রাণী। তবে যুবক যে ভাবে সাপটিকে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন তাতে মনে হয়েছে পোষা সাপ হতে পারে। সাপটিকে ধরে তার সারা শরীরে হাত বোলাতে দেখা গিয়েছে তরুণকে।
ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োটি ১৬ জুন পোস্ট করার কয়েক দিনের মধ্যেই ২ কোটি ২০ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে অনেক নেটাগরিক আঁতকে উঠলেও অনেকেই তরুণের সাহসের প্রশংসা করেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “সাপের প্রজাতিটি আকারে বিশাল এবং বিপজ্জনক হলেও প্রশিক্ষণের মাধ্যমে, তাদের পরিচালনা করা নিরাপদ।’’ এক জন তরুণের জন্য উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘তোমাকে আর সাপটিকে ধরে রাখতে হবে না ভাই।’’