বয়স মাত্র ৪০-এর কোঠায়। অথচ দেখলে মনে হবে বয়সে ২৪-২৫ বছরের তরুণী। এর মধ্যেই হয়ে গিয়েছেন দিদিমা! চিনের এক তরুণীর ছবি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা ঝড় তুলেছে নেটমাধ্যমে। চিনের আনহুই প্রদেশের সুঝোর বাসিন্দা ঝিয়াং নামের (নাম পরিবর্তিত) মহিলার চেহারা দেখে হতবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ছিপছিপে চেহারার দিদিমাকে দেখে ভাইরাল পোস্টটিতে প্রচুর প্রতিক্রিয়া জমা হয়েছে বলে দাবি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে ঝিয়াং একটি শিশুকে কোলে নিয়ে বোতল থেকে দুধ খাওয়াচ্ছেন। শিশুটির মা তখন বিশ্রামের জন্য বিছানায় শুয়েছিলেন। ছবিতে দেখা এক মাস বয়সি শিশুটি মহিলার নাতি বলে জানা গিয়েছে। পনিটেল করা চুল, হালকা মেক আপ ও হাসিভরা মুখে তাঁকে দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। সেই ভিডিয়ো দেখে বেশির ভাগ নেটাগরিকই মন্তব্য করেছেন, তাঁর চেহারা তথাকথিত বয়স্ক দিদিমাদের সঙ্গে একেবারেই মেলে না।
ছবিটি নেটমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে তাঁরা মহিলার বয়স পরীক্ষা করে জানতে পারেন যে, তাঁর বয়স মাত্র ৩৯। ঝিয়াংয়ের জন্ম ১৯৮৫ সালে। তিনি তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্টে সেই তথ্যই জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ৮ মার্চ সমাজমাধ্যমে প্রকাশিত সেই পোস্টে মন্তব্য করা হয়েছে, যে কেউই এই মহিলাকে শিশুর মা বলে মনে করবেন। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমি তাঁর সমান বয়সি, কিন্তু আমি এখনও অবিবাহিত।’’