পোষা উটকে খাবার দিতে গিয়ে জীবন বিপন্ন হল এক প্রৌঢ়ার। খেপে গিয়ে মালিকের মাথায় কামড় বসিয়ে ছিন্নভিন্ন করে দিল পোষ্য। উটের দাঁত মহিলার মাথায় গেঁথে যায়। প্রবল রক্তপাত হতে থাকে তাঁর। মাথা জুড়ে গভীর ক্ষত তৈরি হয় প্রৌঢ়ার। ঘটনাটি রাজস্থানের চুরু জেলার। আহত মহিলার নাম চুকি দেবী। উটটি আক্রমণ করতেই চিৎকার করতে শুরু করেন তিনি। তাঁর চিৎকারে দৌড়ে আসেন পরিবারের সদস্যেরা। লাঠি দিয়ে তাড়া করে কোনও রকমে উটটিকে সরানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রৌঢ়াকে।
মাথায় ২০টির মতো সেলাই করতে হয়। চিকিৎসকেরা জানিয়েছেন উটের কামড়ের ফলে প্রৌঢ়ার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে। মাথার আঘাত পরীক্ষা করার জন্য সিটি স্ক্যান করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সংবাদ প্রতিবেদন অনুসারে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন ৫৪ বছরের চুকি দেবী তাঁর খেতের আগাছা নির্মূল করছিলেন। সেখানেই পশুটি বাঁধা ছিল।
কাজ শেষে তিনি তাঁর উটকে খাওয়াতে যান। কিন্তু, প্রাণীটি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাঁর মাথায় কামড় বসিয়ে দেয়। রক্তে ভেসে যান চুকি। অসহ্য ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। তড়িঘড়ি চুরুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে উটের মতো বড় প্রাণী, চাপ, প্রচণ্ড তাপ বা হঠাৎ উত্তেজনার কারণে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাই এই ধরনের প্রাণীদের দেখাশোনা করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন পশুরোগ চিকিৎসকেরা।