অফিস না বিলাসবহুল হোটেল, বোঝার উপায় নেই। ১০টা-৫টা কাজের ফাঁকে রয়েছে অফুরন্ত খাবার, পানীয়, নানা গ্যাজেট, মন ভাল করার নানা উপাদান। সম্প্রতি গুরুগ্রামে অবস্থিত গুগ্লের কার্যালয়ের অন্দরে কর্মীদের জন্য কী কী সুযোগ সুবিধা দেওয়া হয় তা এক ভিডিয়োয় দেখা গিয়েছে। ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। শিবাঙ্গী গুপ্ত নামে এক তরুণী কর্মক্ষেত্রের যে ভিডিয়োটি অনলাইনে শেয়ার করেছেন তা ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেননি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় ধরা পড়েছে গুগ্লে কর্মরত এক জন ব্যক্তির দৈনন্দিন রোজনামচা। ভিডিয়োর শুরুতে শিবাঙ্গীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি সকাল ৯টা ২০ মিনিটে পৌঁছে সরাসরি মাইক্রো কিচেনে এলাম।’’ সেখানে থরে থরে সাজানো রয়েছে হরেক খাবার। কর্মীরা ফোনের কেব্ল আনতে ভুলে গেলে তার ব্যবস্থাও রেখেছে গুগ্ল। এক কাপ কফি খাওয়ার পর শিবাঙ্গীকে দেখা গিয়েছে গেমস রুমে। কাজের ফাঁকে মন ভাল করার জন্য কর্মীদের জন্য মজার মজার খেলার বন্দোবস্ত রয়েছে সেখানে।
তার পরই এল দুপুরের খাওয়ার সময়। শিবাঙ্গী জানান, তিনি কন্টিনেন্টাল ডিশ খেয়েছিলেন। তিনি ভিডিয়োয় বলেন, ‘‘শুধু এখানকার খাবারের জন্যই আলাদা ভিডিয়ো তৈরি করা উচিত। এত বৈচিত্রময় খাবার রয়েছে এখানকার মেনুতে।’’ তবে দুপুরের খাবারই ভিডিয়োর সেরা অংশ নয়। কারণ খাবারের পর রয়েছে ঘুমের ব্যবস্থাও। খেয়ে উঠে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে আলাদা একটি কক্ষ। আধো অন্ধকার কক্ষে রয়েছে নরম বিছানা ও কম্বল। ঘুমিয়ে উঠে কাজকর্ম সারার পর চাইলে এখানকার কর্মীরা ম্যাসাজ নিতে পারেন। কারণ সেই অফিসেই রয়েছে ম্যাসাজ চেয়ার! শিবাঙ্গী জানিয়েছেন, মাইক্রো রান্নাঘর থেকে শুরু করে পুল, টেবিল-সহ একটি গেমস রুম দিয়ে সাজানো অফিসটি বিলাসবহুল হোটেলের চেয়ে কম নয়।
আরও পড়ুন:
অনলাইনে আপলোড হওয়ার পর থেকে, ভিডিওটি ১ কোটি ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়।