জলাশয়ের মধ্যে থিকথিক করছে অ্যালিগেটরের মাথা। সকলেই সমস্বরে ডেকে চলেছে। ডাক তো নয়! যেন গর্জন। তাদের ডাকের কম্পনে কেঁপে উঠছিল জলও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘গ্যাটরল্যান্ড_ওরল্যান্ডো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ভিতর ঘুরে বেড়াচ্ছে একগাদা অ্যালিগেটর। সকলেই জলের উপর মাথা তুলে ডাকছে। ডাকতে ডাকতে কারও গলা ফুলে উঠছে। অথবা ডাকের কম্পনে কেঁপে উঠছে জলস্তরও।
সমস্বরে যখন একসঙ্গে সকল অ্যালিগেটর ডেকে উঠছে, তখন সেই ডাক শোনাচ্ছে গর্জনের মতো। অ্যালিগেটর নয়, যেন বিশাল কোনও জন্তু গর্জন করছে। ঘটনাটি ওরল্যান্ডোর একটি জলাশয়ে ঘটেছে। এই ডাক শুনে চমকে উঠেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এই ডাক শুনে তো পিলে পর্যন্ত চমকে ওঠে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘আমি এই ভিডিয়োটি না দেখলে জানতেই পারতাম না যে সরীসৃপেরা এমন ভয়ানক ভাবে ডাকতে পারে।’’