Advertisement
E-Paper

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, বিমানসেবিকাকে সঙ্গমের প্রস্তাব যুবকের!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েক জন বিমানকর্মী মিলে এরিককে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁকে সামলানো সহজ ছিল না। এর পর নিজেকে বিমানের শৌচাগারেও আটকে রাখেন এরিক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ১৭:০৯
American man arrested after tries to open plane doors

ছবি: সংগৃহীত।

মাঝ আকাশে বিমানের দরজা খোলার এবং বিমানসেবিকাকে সঙ্গমের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। আমেরিকান এয়ারলাইন্সের বিমানে চড়ে ওই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম এরিক নিকোলাস গ্যাপকো। ২৬ বছর বয়সি যুবক নিউ জার্সির বাসিন্দা। ১৮ জুলাই সিয়াটল থেকে ডালাস যাওয়ার জন্য আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ২১০১-এ চড়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমান উড়তে শুরু করার পরেই নাকি অদ্ভুত আচরণ শুরু করেন এরিক।

অভিযোগ, বিমানে উঠেই নিজের জামা খুলে ফেলেন এরিক। ইলেকট্রিক সিগারেটে টান দেন। এর পর সটান এগিয়ে যান এক বিমানসেবিকার দিকে। ওই বিমানসেবিকাকে সঙ্গমের প্রস্তাব দেন। বেশ কয়েক জন এসে এরিককে বাধা দিলে তিনি হাত-পা ছুড়ে চিৎকার করতে শুরু করেন বলেও অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েক জন বিমানকর্মী মিলে এরিককে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁকে সামলানো সহজ ছিল না। এর পর নিজেকে বিমানের শৌচাগারে আটকে রাখেন এরিক। পরে বেরিয়ে বিমানের একটি দরজা ধরে টানাটানি শুরু করেন। একটি কাচও ভেঙে ফেলেন। এর পরেই হাত-পা বেঁধে এরিককে এক জায়গায় বসিয়ে রাখা হয়।

বিমানটি সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে এরিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয় তাঁকে। তদন্তে জানা গিয়েছে, গাঁজা সেবন করার জন্যই অসংলগ্ন এবং হিংসাত্মক আচরণ করেছিলেন এরিক। গত বুধবার এরিককে দোষী সাব্যস্ত করেছে আমেরিকার একটি আদালত।

Viral plane American Airlines
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy