Advertisement
E-Paper

বিড়ালের মতো রূপ পাওয়ার চেষ্টা! ব্যর্থ হল অস্ত্রোপচার, নতুন মুখ দেখে অনুশোচনায় দগ্ধ হলেন তরুণী

খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন অস্ট্রেলীয় তরুণী জোলিন। নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য পরীক্ষামূলক অস্ত্রোপচারে খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ০৭:৫২
Australian content creator spent 6 Lakh to look like cat but failed

ছবি: সংগৃহীত।

অস্ত্রোপচারের মাধ্যমে নিজেকে বিড়ালের মতো রূপ দিতে চেয়েছিলেন! কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল। অস্ট্রিলীয় তরুণীর নয়া রূপ দেখে চমকে গেলেন সকলে। হইচই পড়ল নেটপাড়াতেও। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিজের চেহারা পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করানো ওই তরুণীর নাম জোলিন ডসন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা তিনি। ২৯ বছর বয়সি জোলিন পেশায় এক জন বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)।

প্রতিবেদন অনুযায়ী, খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন জোলিন। নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য অস্ত্রোপচারে খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা। কিন্তু অস্ত্রোপচারের পর নিজের রূপ দেখে চমকে যান তিনি। এখন ভুগছেন অনুশোচনায়।

এখন যেমন দেখতে হয়েছে তরুণীকে।

এখন যেমন দেখতে হয়েছে তরুণীকে। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে জোলিন জানিয়েছেন যে, অস্ত্রোপচার সফল হয়নি। বি়ড়ালের মতো দেখতে লাগার জন্য তাঁকে যে এমন ফল ভুগতে হবে তা-ও তিনি বুঝতে পারেননি। জোলিনের কথায়, ‘‘খ্যাতি অর্জন করাই আমার উদ্দেশ্য ছিল। তাই চেয়েছিলাম আমাকে যেন বিড়ালের মতো দেখতে লাগে। কিন্তু ফল হয়েছে উল্টো। আমি বুঝতেই পারিনি যে, অস্ত্রোপচারের পর আমার মুখে এ রকম প্রতিক্রিয়া দেখা দেবে। আমার মুখের নীচের অংশের গঠন পাল্টে গিয়েছে।’’ জোলিন স্বীকার করেছেন, কেবল মনোযোগ আকর্ষণের জন্যই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

জোলিন আরও বলেছেন, ‘‘আমি ভাল ভাবে জানি যে কতটা বোকামি করেছি। এই কারণে আমি যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। আর কোনও দিন পরীক্ষামূলক অস্ত্রোপচারের কথা ভাবব না।’’

জোলিনের নয়া রূপ অনলাইনে প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়েছে। তাঁর জন্য দুঃখপ্রকাশ করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার অবিমৃশ্যকারী সিদ্ধান্তের জন্য তাঁর নিন্দা করেছেন।

Bizarre Incident Bizarre Facts Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy