স্ত্রীর সঙ্গে বয়সের পার্থক্য ৫৬ বছরের। কিন্তু সেই ব্যবধান প্রেমে-সংসারে কোনও দূরত্ব তৈরি করেনি। বরং ৯৩ বছরে পা দিয়েও পিতৃসুখ লাভ করেছেন বৃদ্ধ। আরও এক বার সন্তানলাভের সুখ পাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে তাঁর। স্বামীর সেই ইচ্ছাকে সমর্থনও করেছেন তাঁর ৫৬ বছরের ছোট স্ত্রী।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৯৩ বছর বয়সি বৃদ্ধের নাম জন লেভিন। তাঁর স্ত্রী ইয়াংইং লু। দু’জনেই অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। বয়স ৯৩ বছর হলেও এখনও ‘তরুণ’ তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে পুত্রসন্তান গ্যাবির জন্ম দিয়েছেন লু। জনের ইচ্ছা, গ্যাবির ২১তম জন্মদিন যেন একসঙ্গে পালন করতে পারেন। শুধু তা-ই নয়, আরও এক বার সন্তানসুখ লাভ করার ইচ্ছা রয়েছে জনের।
আরও পড়ুন:
জন এবং লুয়ের চার সন্তান। জ্যেষ্ঠা কন্যা অ্যাশলির বয়স ৬২ বছর। কনিষ্ঠা কন্যা সামান্থার বয়স ৬০ বছর। জ্যেষ্ঠ পুত্র গ্রেগ অসুস্থতার কারণে ২০২৪ সালে মারা গিয়েছেন। একই বছরে কনিষ্ঠ পুত্রসন্তান গ্যাবির জন্ম। বর্তমানে গ্যাবির বয়স মাত্র ১ বছর। গ্যাবির ২১তম জন্মদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে চান জন। হিসাব করে দেখলে তখন জনের বয়স হওয়ার কথা ১১৬ বছর। ১১ জন নাতিপুতি নিয়ে সংসার তাঁদের।
লুয়ের দাবি, অনেকেই জনকে দেখে গ্যাবির দাদু হিসাবে ভুল করে ফেলেন। লু-ই তাঁদের ভুল ধারণা ভেঙে দেন। জন জানান, ইন ভিট্রো ফার্টিলাইজ়েশন (আইভিএফ)-এর মাধ্যমে পুত্রসন্তান লাভ করেছেন দম্পতি। কী ভাবে নিজের তারুণ্য ধরে রেখেছেন, সেই রহস্যও ফাঁস করেছেন জন। নিয়মিত শরীরচর্চা করেন তিনি। মদ এবং তামাকবর্জিত জীবন কাটান। পাশাপাশি হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয় জনকে।
সম্প্রতি ‘হেরাল্ড সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শৃঙ্খলা এবং সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখে চলাই হল চিরতরুণ থাকার রহস্য। আমি এবং আমার স্ত্রী কোনও বিষয়েই ধৈর্য হারাইনি। আমাদের পরিবারে আরও এক সন্তান আসুক, সেই কামনা করি।’’