বাঁশি বাজাতে বাজাতে মেট্রো সফর করছিলেন এক তরুণ। তরুণের বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে পড়ল এক শিশু। মায়ের কোল ছেড়ে হামাগুড়ি দিয়ে তরুণের পায়ের কাছে বসে পড়ল সে। তার পর নিজের মতো তাল ঠুকে ঠুকে তরুণকে সঙ্গত করল শিশুটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘তনিশ্কমিউজ়িক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ মেট্রোয় বসে রয়েছেন। আসনে বসে বাঁশি বাজাচ্ছেন তিনি। ‘কৃষ্ণ’ কার্টুন ধারাবাহিকের মূল সুর বাঁশিতে তুলে ধরছেন তিনি। উল্টো দিকের আসনে ছোট্ট ছেলেকে নিয়ে বসেছিলেন তার বাবা-মা।
বাঁশির সুর শুনে আর মায়ের কোলে স্থির হয়ে বসে থাকতে পারে না ওই খুদে। হামাগুড়ি দিয়ে তরুণের পায়ের কাছে এসে বসে সে। তার পর হাত ঠুকে ঠুকে তাল দিতে শুরু করে। এই ঘটনাটি সম্প্রতি পুণের এক মেট্রোয় ঘটেছে। ভিডিয়োটি দেখার পর ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। খুদেকে তাল দিতে দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এ যে ছোট্ট গোপাল ঠাকুর! ভিডিয়োটি দেখে মন খুব ভাল হয়ে গেল।’’