‘জলের শিকারি’কে দেখে ভয় পাচ্ছে না জোড়া কাঁকড়া। বরং শিকারিকেই শিকারে পরিণত করেছে তারা। দাঁড় দিয়ে হাঙরের শরীর খুঁটে খুঁটে খাচ্ছে তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যবাসফাইন্ডার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি কাঁকড়া ক্রমাগত একটি মৃত হাঙরের শরীর থেকে মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। একটি কাঁকড়া আবার হাঙরের পেট কামড়ে খাওয়ার তোড়জোড় করছে। অন্য কাঁকড়াটি আবার হাঙরটিকে উল্টো করে ধরে গলার কাছে কামড় দিয়ে যাচ্ছে। ছোট্ট হাঙরটি নিয়ে দু’টি কাঁকড়াই ব্যস্ত।
কেউ আর হিংস্র জলচরটিকে ছাড়তে চাইছে না। জলের স্রোত হাঙরটিকে দূরে ভাসিয়ে নিয়ে যেতে চাইলেও কাঁকড়া দু’টি শক্ত করে দাঁড় দিয়ে চেপে রয়েছে ছোট্ট ‘জলের শিকারি’কে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আকারে ছোট বলেই হাঙর খেয়ে পেট ভরাতে পারল দু’টি কাঁকড়া। বড়সড় হাঙরের পাল্লায় পড়লে মজা বেরিয়ে যেত।’’ আবার এক জন লিখেছেন, ‘‘শিকারিই তো শিকারে পরিণত হয়ে গেল দেখছি। হাঙরটিকে কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না জোড়া কাঁকড়া।’’