দেখতে অবিকল জাপানি পুতুলের মত। তবে পুতুল নয়, মানুষ। আর তিনি এক বিশেষ ধরনের নাচে পটিয়সী। ইন্টারনেটে সম্প্রতি তাঁর নাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে বিস্মিত দর্শকেরা বলেছেন, এ নাচ দেখলে ভয়ের চোটে রাতের ঘুম উড়ে যাবেই যাবে!
'নেক আইসলেশন' নামে এক বিশেষ ধরনের নাচ দেখিয়েছেন ওই জাপানি নর্তকী। সাধারণত হিপহপ নাচে এর ব্যবহার দেখা যায়। তবে জাপানি নর্তকী ওই নাচকে নিখুঁতত্বের এক আলাদা স্তরে নিয়ে গিয়েছেন। এতটাই নিখুঁত সেই নাচ যে নাচটি দেখতে দেখতে মনে হবে তাঁর মুখটি এক জায়গাতেই স্থির হয়ে রয়েছে আর ঘাড় থেকে বাকি শরীরটি কখনও বনবনিয়ে ঘুরছে তো কখনও অদ্ভুত মূদ্রায় বেঁকে চুরে যাচ্ছে।
জাপানের ওই নৃত্যশিল্পীর ভিডিয়ো দেখে একটা সময় এমনও মনে হতে পারে মাথাটি দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। আর এই অদ্ভুত অনুভূতির জন্যই গায়ে কাঁটা দিয়েছে নেটাগরিকদের। তাঁরা একবাক্যে ওই জাপানি নর্তকীর নৃত্য শৈলীর প্রশংসা করলেও বলেছেন, এই নাচ দেখলে ভয়ের চোটে রাতে দুঃস্বপ্ন দেখতে হতে পারে।
She is unbelievable! 😂
— The Figen (@TheFigen_) March 26, 2023
pic.twitter.com/oZajdZFRhK