মায়ের সঙ্গে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে যাচ্ছিল হাতির ছানা। হঠাৎ করে মাঝপথে দাঁড়িয়ে পড়ে সে। মা এগিয়ে গিয়েছে দেখে তাড়াহুড়ো করে সে দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে হস্তীশাবকটি। কিন্তু পথে একটি কাঠের গুঁড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে। ব্যথা পেয়ে এক দৌড়ে মায়ের কাছে ছুটে চলে যায় হাতির ছানাটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মা হাতির সঙ্গে হেলেদুলে হেঁটে যাচ্ছিল তার শাবক। হাঁটতে হাঁটতে মাঝপথে থেমে পড়ল সে। অন্য দিকে, তার মা গিয়েছে এগিয়ে। তা বুঝতে পেরেই দ্রুত পায়ে মায়ের দিকে ছুটতে আরম্ভ করল হাতির ছানা। পথে কাঠের একটি মোটা গুঁড়ি পড়েছিল। তাড়াহুড়োয় তা খেয়াল করেনি শাবকটি।
ছোটার সময় সেই গুঁড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে। ব্যথা পাওয়ার পর সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে চলে যায় শাবকটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘ব্যথা পেয়েই আদর খেতে মায়ের কাছে ছুটে গিয়েছে শাবকটি। ভিডিয়োটি খুব মিষ্টি।’’