মাথার উপর ছাদ নেই। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে তাই উড়ালপুলই ভরসা। সেখানেই বিছানা পেতে দিব্যি ঘুমোচ্ছেন এক ব্যক্তি। এই বিপজ্জনক দৃশ্য এক পথচারীর নজরে পড়ায় তিনি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) বানিয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নজরে পড়ে পুলিশের। প্রয়োজনীয় পদক্ষেপও করে তারা।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি বেঙ্গালুরুর জালাহাল্লি ক্রস এলাকায় ঘটেছে। সেখানকার উড়ালপুলের থামের ভিতরের খোপে ঘুমিয়েছিলেন এক ব্যক্তি। যানবাহনের শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। সেখানেই বসে রাস্তার দিকে তাকিয়েছিলেন তিনি। এক পথচারীর নজরে এই দৃশ্যটি ধরা পড়ে। ভিডিয়োটি রেকর্ড করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তিনি।
আরও পড়ুন:
সেই ভিডিয়োটি ‘কর্নাটক পোর্টফোলিও’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি বেঙ্গালুরু পুলিশের নজরে পড়তেই পদক্ষেপ করে তারা। স্থানীয় পুলিশের সাহায্যে ওই ব্যক্তিকে উড়ালপুলের থাম থেকে নামানো হয়। ভবিষ্যতে এই ধরনের কোনও দৃশ্য দেখলে বাসিন্দারাও যেন দেরি না করে পুলিশে খবর দেন, পুলিশের তরফে সেই নির্দেশ দেওয়া হয়।