ভরদুপুরে জঙ্গলের মাঝে দেদার ঘুম দিচ্ছিল সিংহী। সঙ্গিনী যখন ঘুমিয়ে কাদা, তখন তাকে চুপি চুপি আদর করার ফন্দি আঁটল পশুরাজ। সঙ্গিনীর যেন ঘুম না ভেঙে যায়, তাই পা টিপে টিপে খুব সন্তর্পণে সিংহীর দিকে এগোতে শুরু করল সে। সিংহীর কাছে গিয়ে মুখ ঘষে সবেমাত্র আদর করতে যাবে, তখনই সিংহের দিকে গর্জন করে তেড়ে গেল সিংহী। তা দেখে ভয়ে কাঁচুমাচু হয়ে দূরে সরে গেল সিংহটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আফ্রিকানসাফারিমাগ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহী জঙ্গলে পা ছড়িয়ে ঘুমোচ্ছে। তার দিকে পা টিপে টিপে আস্তে আস্তে এগোচ্ছে সিংহটি। খুব সাবধানে পা ফেলছে সে। সিংহীর যেন ঘুম না ভেঙে যায়, সে দিকে খেয়াল ছিল সিংহের।
চুপি চুপি সিংহীর পিছনে গিয়ে তার পিঠে মুখ ঘষতে শুরু করেছিল সে। সিংহের স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল সিংহীটির। গর্জন করে লাফিয়ে উঠল সে। ভয়ে কাঁচুমাচু হয়ে সেখান থেকে সরে পড়ল সিংহটি। এই ঘটনাটি সাউথ আফ্রিকার কাপামা গেম রিজ়ার্ভে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহীকে আদর করতে গিয়ে বকুনি খেয়ে গেল সিংহ।’’