জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। জনবসতিতে ঢুকে পড়ে সেখানকার বাসিন্দাদের যখন-তখন আক্রমণ করছে হিংস্র জন্তুটি। চিতাবাঘের ভয়ে তটস্থ হয়ে পড়েছেন স্থানীয়েরা। বন দফতরের কর্মীদের খবর পাঠান তাঁরা। স্থানীয় পুলিশের সাহায্যে বনবিভাগের কর্মীরা সেই চিতাবাঘটিকে উদ্ধার করার চেষ্টায় নেমেছেন। উদ্ধারকার্যে নেমে ভয়ঙ্কর বিপদ নেমে এল এক পুলিশকর্মীর জীবনে।
চিতাবাঘ ধরতে উদ্যত হয়েছিলেন তিনি। কিন্তু চিতাবাঘটি খেপে গিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সহকর্মীর বিপদ দেখে তাঁকে একা ফেলে সেখান থেকে পালিয়ে গেলেন অন্য পুলিশ আধিকারিকেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাজ মাজি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সরু গলির ভিতর সারি বেঁধে ঢুকছেন পুলিশকর্মীরা। গলির প্রান্তে পৌঁছোতেই এক জন পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ল একটি চিতাবাঘ। পুলিশের বুকের উপর ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। পুলিশের হাতে একটি রড ছিল। তা দিয়ে মারতেই চিতাবাঘটি সেখান থেকে চলে গেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মহারাষ্ট্রের কোলহাপুর শহরে ঘটেছে।
জঙ্গল থেকে একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ে সেখানকার স্থানীয়দের উপর আক্রমণ করছে। চিতাবাঘের আক্রমণে কেউ মারা না গেলেও হিংস্র জন্তুর ভয়ে তটস্থ হয়ে পড়েছেন স্থানীয়েরা। বন বিভাগের কর্মীদের খবর পাঠাতে তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় পুলিশের সহায়তায় চিতাবাঘ উদ্ধারের পরিকল্পনা করে বন দফতর।
আরও পড়ুন:
সেই চিতাবাঘটিকে উদ্ধার করতে গিয়েই বিপদে পড়েন এক পুলিশকর্মী। চিতাবাঘটিকে সহকর্মীর উপর ঝাঁপিয়ে পড়তে দেখে সরু গলি থেকে অন্য পুলিশেরা দৌড়ে পালিয়ে যান। পরে চিতাবাঘটি পালিয়ে গেলে বরাতজোরে প্রাণ ফিরে পান সেই পুলিশকর্মী। তাড়াতাড়ি গলি থেকে বেরিয়ে যান তিনি।