চার বছর ধরে এক বেসরকারি সংস্থায় চাকরি করছেন তরুণ। অসুস্থতার জন্যও কোনও দিন ছুটি নেননি তিনি। ছেলের স্কুলের অনুষ্ঠান রয়েছে বলে তিন সপ্তাহ আগেই বসকে জানিয়ে এক দিন ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের আগের দিন পূর্বনির্ধারিত ছুটি বাতিল করে দিলেন ঊর্ধ্বতন। এমনকি, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্যও তরুণকে বকা দিলেন তিনি। নামোল্লেখ না করে সমাজমাধ্যমের পাতায় এমনই একটি পোস্ট করেছেন সেই অধস্তন।
রেডিটের পাতায় পোস্ট করে তরুণ দাবি করেছেন, তিন সপ্তাহ আগে অফিস থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তাঁর ছেলের স্কুলে একটি অনুষ্ঠান ছিল। ছুটি পেয়ে সারা দিনের পরিকল্পনাও ছকে ফেলেছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের আগের দিন তরুণের ছুটি বাতিল করে দেন তাঁর বস্। ঊর্ধ্বতনের দাবি, অফিসে দু’জন সহকর্মী অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন। সে কারণে কাজের চাপ সামলানো যাবে না। কোনও বিরোধিতা না করে বসের নির্দেশ মেনে নিয়েছিলেন তরুণ। মনখারাপ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সে কারণে পরের দিন ঊর্ধ্বতনের কাছে বকা খেতে হয় তরুণকে।
আরও পড়ুন:
-
বন্ধুকে অপদস্থ করতে অতিথিদের সামনে ‘সিরিয়াল কিসার’-এর গান ধরলেন তরুণেরা, মজার ভিডিয়ো ভাইরাল
-
অনলাইনে বান্ধবীর জন্য কেক অর্ডার দিয়ে পেলেন অদ্ভুত বার্তা! দেখে হেসে গড়িয়ে পড়লেন বন্ধুরা, ভিডিয়ো ভাইরাল
-
নববধূকে জড়িয়ে রাগ ভাঙানোর চেষ্টা! চলন্ত ট্রেন থেকে দম্পতির পড়ে গিয়ে মৃত্যুর আগের মুহূর্তের ভিডিয়ো ভাইরাল
অধস্তনের দাবি, অফিসে কম সহকর্মী থাকার কারণে তাঁকে নির্দিষ্ট সময়ের চেয়েও বেশি ক্ষণ অফিসে থাকতে হত। সঠিক সময়ে কাজ শেষ করে বেরিয়ে যাওয়া উচিত হয়নি তরুণের, এমনটাই অভিযোগ তাঁর বসের। তরুণ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি ক্ষণ কাজ করলেও সংস্থার তরফে অতিরিক্ত বেতন পাওয়া যায় না। অন্য দিকে, বহু দিন আগে থেকে নেওয়া হকের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে তাঁর। চার বছর একই সংস্থায় কাজ করে এমন আচরণ প্রাপ্য নয় বলে অভিযোগ তরুণের। পোস্টটি পড়ে তরুণের উদ্দেশে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আজকাল ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকে না। অধস্তনেরা যদি ২৪ ঘণ্টাও অফিসে থাকেন, তা-ও মনে হয় কোনও বস্ সন্তুষ্ট হবেন না।’’