সামনের মাস থেকেই শুরু হবে ফুটবল লিগ। তার আগে প্রেমিকার কাছে ছুটির আবেদন করে বসলেন তরুণ। যত দিন ফুটবল ম্যাচ চলবে, তত দিন প্রেমিকাকে সময় দিতে পারবেন না তিনি। চিঠি লিখে সেই কথা জানালেন তরুণ। পাশাপাশি আরও কয়েকটি শর্ত রাখলেন ফুটবলপ্রেমী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই চিঠির ছবি ঘোরাফেরা করতে শুরু করেছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেই চিঠি পড়ে হেসে কুটিপাটি নেটপাড়া।
আরও পড়ুন:
৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ন্যাশনাল ফুটবল লিগ। এই লিগের প্রতিটি ম্যাচ নিয়েই আগ্রহী তরুণ। ম্যাচ চলাকালীন কোনও ভাবেই বিরক্ত বোধ করতে চান না তিনি। চিঠি লিখে তরুণ তাঁর প্রেমিকাকে জানান, যত ক্ষণ ম্যাচ চলবে তত ক্ষণ টেলিভিশনের রিমোটে যেন তাঁর প্রেমিকা হাত না দেন। এমনকি, টিভির শব্দ বাড়ানো অথবা কমানোর সিদ্ধান্তও নিতে পারবেন না তরুণী।
টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকা চলবে না। তরুণের প্রিয় দল হেরে গেলে তাঁর প্রেমিকা যেন অকারণে ভরসা জোগাতে না আসেন। ‘‘পরের বছর জিতে যাবে। ভুলে যাও। এটা তো শুধু একটা ফুটবল ম্যাচ!’’— এই ধরনের কথাবার্তাও প্রেমিকার কাছ থেকে শুনতে রাজি নন তরুণ।
ছবি: সংগৃহীত।
প্রেমিকা যদি কখনও ডেটে যাওয়ার পরিকল্পনা করেন, তা হলে সেই সময় কোনও ফুটবল ম্যাচ রয়েছে কি না তা লক্ষ রাখতে হবে। ম্যাচের সময় হয়ে গেলে তরুণ আর তাঁর প্রেমিকাকে সময় দিতে পারবেন না। ম্যাচ চলাকালীন আদর নৈব নৈব চ। প্রেমিকার যদি আদর পায়, তা হলে অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:
যখন বিরতি চলবে তখন যেন আদরের পর্ব সেরে ফেলেন তিনি। ম্যাচ শুরু হয়ে গেলে আর প্রেমিকার দিকে মন দিতে পারবেন না বলে আগাম জানিয়েছেন তরুণ। প্রেমিক সময় দিতে পারছেন না বলে প্রেমিকা যেন উদাস না হয়ে যান। এমন অভিযোগও করা যাবে না বলে জানিয়েছেন তরুণ। চিঠি লিখে এ সব শর্তই প্রেমিকার কাছে রাখলেন ফুটবলপ্রেমী প্রেমিক। যদিও পুরোটাই মজার ছলে লেখা বলে দাবি তরুণের।