Advertisement
E-Paper

অনলাইনে কেনা অন্তর্বাস পরতেই হুল ফোটানোর মতো যন্ত্রণা! চিৎকার করে উঠলেন তরুণী, যেতে হল হাসপাতালে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাসে সমাজমাধ্যমে দেখে অনলাইনে কয়েকটি অন্তর্বাস কিনেছিলেন মলি। দাম পড়েছিল প্রায় হাজার টাকা। ঠিক করেছিলেন, দিদির সাধে অন্তর্বাসগুলি পরবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৩:২২
British woman claim she buys bizarre underwear online and it melts into her skin

ছবি: সংগৃহীত।

অনলাইনে কিছু অন্তর্বাস কিনেছিলেন মহিলা। কিন্তু সেই অন্তর্বাস গলে ত্বক পুড়ল তাঁর! সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ২৭ বছর বয়সি ওই ব্রিটিশ তরুণীর নাম মলি-মে ওয়াটসন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছর মে মাসে সমাজমাধ্যমে দেখে অনলাইনে কয়েকটি অন্তর্বাস কিনেছিলে মলি। দাম পড়েছিল প্রায় হাজার টাকা। ঠিক করেছিলেন, দিদির সাধে অন্তর্বাসগুলি পরবেন তিনি। এর পর গত বছরের ২৭ জুলাই ওই অনুষ্ঠানে সেগুলি পরেন তিনি। কিন্তু অনুষ্ঠানের মাঝে হঠাৎ ঊরু এবং কোমরের কাছে তীব্র প্রদাহ অনুভব করেন মলি। মৌমাছির হুল ফোটানোর মতো জ্বালা হতে শুরু করে শরীরের ওই জায়গাগুলিতে। সঙ্গে সঙ্গে তিনি শৌচাগারে ছুটে যান। দেখেন, অন্তর্বাসের ইলাস্টিক গলে গিয়ে তাঁর ত্বকে পড়েছে। তৈরি হয়েছে ক্ষত। ক্ষত এতটাই গুরুতর ছিল যে, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তিনি। এর পর তড়িঘড়ি অনুষ্ঠান ছেড়ে হাসপাতালের দিকে দৌড় দেন মলি।

প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে পৌঁছোনোর পর চিকিৎসকেরা মলিকে সাবধান করেছিলেন, অবিলম্বে চিকিৎসা না করলে তাঁর ত্বকের ক্ষতি হতে পারে। এর পরেই তরুণীর চিকিৎসা শুরু হয়। ব্যান্ডেজ করা হয় ক্ষতস্থানে। কয়েক দিন বিশ্রামের পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

ঘটনাটি সম্প্রতি ভাগ করে নিয়েছেন মলি নিজেই। জানিয়েছেন, তিনি ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ক্ষতিপূরণ দিতে চেয়েছিল ওই সংস্থা। কিন্তু তিনি রাজি হননি। ওই ঘটনার পর থেকে তিনি অনলাইনে তৃতীয় পক্ষের বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা বন্ধ করে দিয়েছেন।

সমাজমাধ্যমেও হইচই ফেলেছে মলির সঙ্গে ঘটা ঘটনা। নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ তকমাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Bizarre Incident woman underwear Britain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy