Advertisement
E-Paper

Wedding Video: গোবিন্দা-করিশ্মার সুপারহিট গানে নেচে বিয়ে মাতালেন নবদম্পতি!

বিয়ের মণ্ডপে গোবিন্দা-করিশ্মা কপূরের জনপ্রিয় ছবির গানে পা মেলালেন এক নবদম্পতি। তাঁদের নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১০:২৪
ছবি টুইটার।

ছবি টুইটার।

বিয়ের আসরে ফিল্মি গানে বর-কনের নাচের দৃশ্য ইদানীং আকছাড় দেখা যায় নেটমাধ্যমে। তার মধ্যে কয়েকটি ভিডিয়ো এক লহমায় নজর কাড়ে সকলের। তেমনই এক ভিডিয়ো এ বার ভাইরাল হল।

নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি গোবিন্দা-করিশ্মা কপূরের ‘খুদ্দর’ সিনেমার ‘তুমসা কোই প্যায়ারা’-র তালে নাচতে দেখা গেল নবদম্পতিকে। বরের পরনে ফর্ম্যাল স্যুট। আর কনের পরনে লেহঙ্গা। মণ্ডপ ফুল-বেলুন দিয়ে সাজানো। গান বাজতেই হাতে হাত রেখে দু’জনে কোমর দোলালেন।

নবদম্পতির এই পারফরম্যান্স দেখে বিয়ের আসরে আগত অতিথিরা যে মুগ্ধ হয়েছেন, তা তাঁদের করতালি ও উল্লাসের শব্দই বুঝিয়ে দিয়েছে।

দীপাংশু কাবরা নামে এক আইপিএস অফিসার ভিডিয়োটি টুইট করেছেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দম্পতির নাম অজয় ও কিরণ।

Viral Video Wedding Govinda karishma kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy