Advertisement
E-Paper

একে অপরের সঙ্গে বেঁধে কুম্ভস্নানে গেলেন দম্পতি! ভাইরাল ‘সত্যিকারের ভালবাসা’র ভিডিয়ো

সম্প্রতি মহাকুম্ভের আরও একটি ভিডিয়ো ঘিরে হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। নিখাদ ভালবাসার প্রতিরূপ সেই ভিডিয়োটি। মেলায় যাতে বিচ্ছিন্ন না হয়ে যান, তাই দম্পতি একে অপরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১২:২০
Couple ties themselves with a rope to stay together during crowded Maha Kumbh Mela, heart warming video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মহাকুম্ভের টানে দেশ-বিদেশ থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মহাকুম্ভের এই মেলা ও স্নান শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে স্নান করার জন্য পুণ্যার্থীরা সেখানে আসছেন। সেই স্নানযাত্রায় অনেকে যোগ দিয়েছেন নিজের প্রিয় মানুষ বা জিনিসের সঙ্গে। সেই সংক্রান্ত নানা ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। সম্প্রতি মহাকুম্ভের আরও একটি ভিডিয়ো ঘিরে হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। নিখাদ ভালবাসার প্রতিরূপ সেই ভিডিয়োটি। মেলায় যাতে বিচ্ছিন্ন না হয়ে যান, তাই দম্পতি একে অপরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রয়াগরাজের রাস্তা দিয়ে শয়ে শয়ে পুণ্যার্থী হেঁটে চলেছেন পুণ্যস্নানের উদ্দেশ্যে। তাঁদের মাঝেই নজর কাড়লেন এক মধ্যবয়সি দম্পতি। হারিয়ে যাওয়ার ভয়ে তাঁরা একে অপরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। প্রৌঢ়া মাথায় একটি মস্ত বড় কাপড়ের পুঁটলি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। ঠিক পিছনে তাঁর স্বামী। প্রৌঢ়ার হাতে বাঁধা একটি দড়ি। সেই দড়ি তাঁকে আটকে রেখেছে তাঁর স্বামীর সঙ্গে। প্রৌঢ়ার কোমরেও সেই একই দড়ি বাঁধা। দু’টি দড়ির মধ্যে মিলন ঘটিয়েছে একটি গিঁট। দু’জনেই নিজেদের মনে ভিড় ঠেলে হেঁটে চলেছেন। ভালবাসার মানুষটি যাতে হারিয়ে না যান, তার জন্যই হয়তো এই দড়ির বাঁধনে বেঁধে রেখেছেন নিজেদের। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘লোগ.কেয়া.সোচেনগে’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রায় পৌনে দুই লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। দম্পতির ভালবাসার বাঁধন নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটিতে ‘সত্যিকারের ভালবাসা’র প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন।

Viral Video Maha Kumbh Mela 2025 Uttar Pradesh Prayagraj Viral Story Viral Story Instagram Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy