আর চার-পাঁচটা দিনের মতোই সকাল থেকে ব্যস্ত শহরের সুপার মার্কেট চত্বর। সার দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। কেনাকাটা করতে সুপার মার্কেটে ভিড় জমিয়েছেন অনেকে। এমন সময় সকলকে চমকে দিয়ে সুপার মার্কেট থেকে বেরোতে দেখা গেল একটি গরুকে!
নিরীহ ভঙ্গিতে ধীরে ধীরে হেঁটে সুপার মার্কেট থেকে বেরোল গরুটি। যা দেখে পথচলতি মানুষদের চক্ষু চড়কগাছে। এই ঘটনাটি অস্ট্রিয়ার। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
Meanwhile in Austria..
— Buitengebieden (@buitengebieden) August 22, 2022pic.twitter.com/ll7U2Gfm2K
ভিডিয়োতে দেখা গিয়েছে, সুপার মার্কেট থেকে গরুটি বেরোনোর পর সে রাস্তা ধরে আপন মনে হাঁটতে শুরু করেছে। আর এই দৃশ্য পথচলতি মানুষ নিজেদের মুঠোফোনে ক্যামেরাবন্দি করছেন।