ছবি: সংগৃহীত।
পড়াশোনার চাপে নুইয়ে পড়া পড়ুয়ারা নেই। নেই শিক্ষক-শিক্ষিকাদের চোখরাঙানিও। বরং এ স্কুলের ঘরে একঝাঁক পড়ুয়ার সঙ্গে বলিউডি তালে নেচে উঠেছেন এক শিক্ষিকা। সম্প্রতি এমনই এক ভিডিয়ো বেজায় মনে ধরেছে নেটব্যবহারকারীদের।
ভাইরাল ওই ভিডিয়োটি পোস্ট করেছেন মনু গুলাটি নামে দিল্লির এক সরকারি স্কুলের শিক্ষিকা। তাতে দেখা গিয়েছে, ‘কাজরা মহব্বতওয়ালা’ গানে গা ভাসিয়েছেন তিনি। স্কুলের পোশাকে তাঁকে সঙ্গ দিচ্ছে পাঁচ ছাত্রী।
दिल्ली शहर का सारा मीना बाज़ार ले के।☺️
— Manu Gulati (@ManuGulati11) June 16, 2022
Our imperfect dance moves on the last day of summer camp...leading to some perfect moments of joy and togetherness.💕#SchoolLife #TeacherStudent pic.twitter.com/K50Zi1Qajf
মনু নিজেই টুইট করে জানিয়েছেন, সামার ক্যাম্পের শেষ দিনে ওই ভিডিয়োটি তোলা হয়েছিল। ১৯৬৮ সালের ‘কিসমত’ ছবির ওই গানের সুরেই মিশে গিয়েছে ১৯৫৭ সালের ‘নয়া দৌড়’ ছবির আরও একটি গান— ‘উড়ে যব যব জুলফে তেরি’। শাসা তিরুপতি নামে এক শিল্পী গান দু’টি মিশিয়ে তৈরি করেছেন এর এক অনন্য রূপ। তারই ছন্দে নেচে উঠেছেন মনু এবং তাঁর ছাত্রীরা। সামার ক্যাম্পের অফুরান মজাদার মুহূর্তই ফুটে উঠেছে ওই ভিডিয়োতে। মনু লিখেছেন, ‘সামার ক্যাম্পের শেষ দিনে আমাদের ভুলে ভরা নাচ... ’ এমন মুহূর্তগুলি যে খুশির জোয়ারে ভাসিয়ে সকলকে বেঁধে রাখে, তা-ও জানিয়েছেন মনু। তাঁর এই ভিডিয়ো দেখে আপ্লুত প্রায় ২৯ হাজারের নেট ব্যবহারকারী। প্রায় সাড়ে ৩ হাজার জন তা পুনরায় টুইটও করেছেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।