কাদাজলের ভিতর ঘাপটি মেরে রয়েছে এক চিতাবাঘের শাবক। ভয়ে গুটিসুটি মেরে রয়েছে সে। কারণ তাকে শিকার করবে বলে তার পিছনে ছুট দিয়েছে একটি হায়না। শিকারির হাত থেকে কোনও রকমে পালিয়ে লুকিয়ে রয়েছে শাবকটি। তখন সন্তানের প্রাণ বাঁচাতে সেখানে হাজির হল স্ত্রী চিতাবাঘ। হায়নার সঙ্গে লড়াই করল সে। সেই সুযোগে জঙ্গলের ভিতর পালিয়ে গেল তার সন্তান। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘মালামালাগেমরিজ়ার্ভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চিতাবাঘের শাবক ভয় পেয়ে কাদাজলে গুটিসুটি মেরে লুকিয়ে রয়েছে। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে একটি স্ত্রী চিতাবাঘ। শাবকটি তারই সন্তান। মা চিতাবাঘের নজর অন্য দিকে। তার শাবককে শিকার করতে একটি হায়না সে দিকে ছুটে যাচ্ছিল।
সন্তানের প্রাণ রক্ষা করার জন্য হায়নার সঙ্গে লড়াই শুরু করে দিলে স্ত্রী চিতাবাঘটি। দু’জনেই গর্জন করতে শুরু করল। লড়াই করতে করতে থেমেও গেল স্ত্রী চিতাবাঘটি। চিতাবাঘের হাত থেকে ছাড়া পেয়ে শিকার ধরতে দৌড় দিল হায়নাটি। কিন্তু শাবকটি কোথায়? আসলে স্ত্রী চিতাবাঘ যখন হায়নার সঙ্গে লড়াই করতে ব্যস্ত, সেই সুযোগে জঙ্গলের ভিতর পালিয়ে যায় শাবকটি। শিকার হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশ হয়ে ফিরে যায় হায়না। সন্তানের প্রাণ রক্ষা করতে সফল হয়ে যায় স্ত্রী চিতাবাঘ। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার মালামালা জাতীয় উদ্যানে ঘটেছে। সেখানে সাফারি করতে গিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা।