গাছের গুঁড়ি লেজ দিয়ে জড়িয়ে রয়েছে একটি সাপ। পাক দিয়ে দিয়ে গাছের উপর চড়ছে সে। কখনও গলা বাড়িয়ে, কখনও আবার লেজের পাকে জড়িয়ে গাছে চড়া হচ্ছে সাপের। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘সানশাইনকোস্টস্নেকক্যাচার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাপ গাছের গুঁড়ি জড়িয়ে ধরেছে। গুঁড়ি ধরে উপরের দিকে গলা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে সে। পিছনে লেজ দিয়ে গাছের গুঁড়িতে পাক খেয়ে জড়িয়ে রয়েছে সাপটি।
গাছে ওঠার সঙ্গে সঙ্গে লেজ দিয়ে আরও উপরের দিকে পেঁচিয়ে উঠছে সে। এই ঘটনাটি অস্ট্রেলিয়ার সানশাইন উপকূলে ঘটেছে। সাপের গাছে ওঠার ভিডিয়ো দেখে অবাক হয়ে পড়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন মন্তব্য করে লিখেছেন, ‘‘সাপটিকে দেখে মনে হচ্ছে যে নিয়মিত গাছে ওঠানামা করে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘সাপ যে এ ভাবে গাছে চড়ে তা জানা ছিল না। ভিডিয়োটি দেখে খুব অবাক হয়ে গিয়েছি। এমন ঘটনা সচরাচর দেখা যায় না।’’