জলের তলায় সাঁতার কেটে এ দিক-ও দিক যাচ্ছিল একটি মাছ। জলের গভীরে সুযোগ পেয়ে সেই মাছের পিঠেই চেপে বসল একটি ব্যাঙ। পিছনের দুই পা ছড়িয়ে মনের সুখে সাঁতার কেটে বেড়াল সে। সমাজমাধ্যমে এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ইজ়মির.ফিশিং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মাছের পিঠে চেপে জলের তলায় ঘুরে বেড়াচ্ছে একটি ব্যাঙ। ‘বেতাল পঞ্চবিংশতি’র গল্পের পাতায় বিক্রমের পিঠে চেপে যেমন বেতালকে ঘুরে বেড়াতে দেখা যায়, ঠিক তেমন ভাবেই মাছকে নিজের ‘বিক্রম’ বানিয়ে ফেলেছে ব্যাঙটি। নিজে পালন করছে ‘বেতাল’-এর ভূমিকা।
সামনের দু’পা দিয়ে মাছের পিঠ চেপে ধরেছে ব্যাঙটি। পিছনের দুই পা ছড়িয়ে মনের আনন্দে জলের ভিতর ঘুরে বেড়াচ্ছে সে। মাছটিরও কোনও রকম হেলদোল নেই। সে-ও সানন্দে ওই ব্যাঙটিকে জলসফর করাচ্ছে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে মজার এই ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ব্যাঙটির তো আরামের শেষ নেই! কী সুখের জীবন!’’