Advertisement
E-Paper

‘কাজে মজা পাচ্ছি না’, জানিয়ে চাকরিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ তরুণীর, হইচই নেটপাড়ায়

সম্প্রতি কাজের পূর্ব অভিজ্ঞতা নেই এমন এক তরুণীকে চাকরিতে নিয়োগ করে একটি সংস্থা। এর পর এক জন ঊর্ধ্বতন সহকর্মীর সঙ্গে রেখে দু’দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁকে। বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখানো হয় তরুণীকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:১৬
Fresher Woman Quit Job after one day of working, wrote one line in resignation letter

—প্রতীকী ছবি।

কাজে মজা পাচ্ছেন না জানিয়ে চাকরিতে যোগ দেওয়ার এক দিনের মধ্যে চাকরি ছাড়লেন এক তরুণী, পাঠালেন পদত্যাগপত্রও। সমাজমাধ্যম লিঙ্কড্‌ইনের একটি পোস্ট থেকে জানা গিয়েছে তেমনটাই। লিঙ্কড্‌ইনে ওই পোস্ট করেছেন একটি কর্পোরেট সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মায়া শর্মা। তাঁর সংস্থায় যোগ দেওয়া এক তরুণী কর্মীর এক দিনের মধ্যে চাকরি ছাড়ার কথা সেই পোস্টে জানিয়েছেন তিনি।

মায়া জানিয়েছেন, সম্প্রতি কাজের পূর্ব অভিজ্ঞতা নেই এমন এক তরুণীকে চাকরিতে নিয়োগ করে তাঁর সংস্থা। এর পর এক জন ঊর্ধ্বতন সহকর্মীর সঙ্গে রেখে দু’দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁকে। বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখানো হয় তরুণীকে। কাজ সংক্রান্ত অনেক পরামর্শও দেওয়া হয়। এর পর আনুষ্ঠানিক ভাবে গত ২ এপ্রিল অফিসে যোগ দেন ওই তরুণী কর্মী।

লিঙ্কড্‌ইন পোস্টে মায়া আরও জানিয়েছেন, চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই সংস্থার লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে হওয়া একটি বৈঠকে যোগ দিতে বলা হয়েছিল তরুণী কর্মীকে। পাশাপাশি ওই বৈঠক উপলক্ষে খাওয়াদাওয়ার আয়োজনও করা হয়েছিল। কিন্তু সেই উদ্‌যাপন ছিল স্বল্পস্থায়ী। পরদিন, অর্থাৎ ৩ এপ্রিল সকালেই মানবসম্পদ বিভাগে পদত্যাগের ইমেল পাঠান তরুণী। কারণ হিসাবে লেখেন একটিই বাক্য— ‘কাজে মজা পাচ্ছি না’। কোনও আলোচনা না করেই চাকরি ছেড়ে দেন তরুণী।

সেই ঘটনা ব্যাখ্যা করে লিঙ্কড্‌ইনে পোস্ট করেছেন মায়া। তিনি লিখেছেন, ‘‘আমরা এখনও বুঝতে পারছি না যে, কী ভাবে প্রতিক্রিয়া জানাব। কর্মক্ষেত্র কি কোনও মজার জায়গা?’’ পুরো বিষয়টি নিয়ে যে তিনি বিরক্ত, পোস্টের মাধ্যমে সেই ইঙ্গিতও দিয়েছেন সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট। মায়ার সেই পোস্ট ইতিমধ্যেই সমাজমাধ্যম ভাইরাল। বহু নেটাগরিক সেই পোস্ট দেখেছেন। পোস্ট দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Bizarre Incident Bizarre News resignation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy