জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে ‘বনের রাজা’। ফাঁকা জঙ্গলের মাঝে একটি লম্বা গাছ দেখতে পেয়ে সে দিকেই এগিয়ে গেল সিংহ। রোদে ঘুরে ঘুরে বহু ক্ষণ পর ছায়া পেয়ে গাছের তলায় জুত করে বসে পড়ল সে। কয়েক সেকেন্ড আরাম করার পরেই চমকে উঠল সিংহ। গাছ থেকে ভারী কিছু একটা সিংহের সামনে গিয়ে পড়ল। তড়িঘড়ি সেখান থেকে উঠে গিয়ে সিংহ দেখে যে তার সামনে পড়ে রয়েছে একটি গ্যাজ়ল (হরিণ বিশেষ)। এ যে বিনা পরিশ্রমে শিকারপ্রাপ্তি! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘সাফারি.ট্রাভেল.আইডিয়াজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ছায়ায় খানিক ক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য গাছের তলায় গিয়ে বসে পড়ল একটি সিংহ। হঠাৎ গাছ থেকে একটি গ্যাজ়ল পড়ল সিংহের সামনে। গ্যাজ়লটি অন্য কোনও বন্যপ্রাণী শিকার করে গাছের উপর নিয়ে গিয়েছিল। কিন্তু শিকার করার পর আর আহার সম্পূর্ণ করেনি সে। ভিডিয়ো থেকে জানা যায় যে, ঘটনাটি কেনিয়ার মাসাইমারায় ঘটেছে।
একটি চিতাবাঘ গাছের উপর গ্যাজ়ল শিকার করে তা গাছের ডালেই রেখে চলে গিয়েছিল। তার পর ওই গাছের তলায় গিয়েছিল সিংহটি। ঠিক সেই সময় গাছের ডাল থেকে মৃত গ্যাজ়লটি পিছলে পড়ে যায়। শিকার না করে হাতের কাছেই শিকার পেয়ে যেতে অবাক হয়ে উপরের দিকে চায় সিংহটি। তার পর এ দিক-ও দিক তাকাতে শুরু করে সে। যেন এই শিকারের আসল ‘মালিক’কে খুঁজছে সিংহটি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ লিখেছেন, ‘‘প্রকৃতির অদ্ভুত খেলা সত্যিই!’’ আবার এক জন লিখেছেন, ‘‘সিংহ যে বিনা পরিশ্রমেই হাতের কাছে এ ভাবে শিকার পেয়ে যাবে তা বিশ্বাস করতেই পারেনি।’’