গাছের পাশে দাঁড় করানো রয়েছে একটি গাড়ি। সেই গাড়িকে পেঁচিয়ে রয়েছে এক বিশালাকার সাপ। দৈত্যাকার চেহারার ওই সাপ দেখে চারপাশে চেঁচামেচি শুরু করেছেন অনেকে। তার পর?
কিন্তু এত চিল-চিৎকারেও সাপটি যেন গভীর নিদ্রায় মগ্ন। এত হাঁকডাকেও তাকে নড়তে দেখা গেল না। ব্যাপারটা কী?