ট্রাফিক সিগন্যাল লাল থাকায় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল গাড়ি। সে সময় গাড়ির জানলা দিয়ে মুখ বার করছিল একটি বাচ্চা মেয়ে। সিগন্যালে সবুজ আলো জ্বলা মাত্র গাড়ি চলতে শুরু করল। সেই ঝাঁকুনিতে জানলা দিয়ে ডিগবাজি খেয়ে রাস্তায় পড়ে গেল শিশুটি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পূর্ব চিনের নিংবো শহরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডিয়োতে দেখা গিয়েছে, শিশুটি পড়ে যাওয়ার পরও গাড়ির চালক টের পাননি। তাকে ফেলেই ছুটতে থাকে গাড়িটি। রাস্তায় তত ক্ষণে পড়ে গিয়ে পা ছোড়াছুড়ি করছে শিশুটি।