বিয়েবাড়িতে হানা দেওয়ার কথা ইডির। খবর পেয়ে সাত পাকে বাঁধা পড়ার আগেই বিয়ের মঞ্চ ছেড়ে পালালেন বর। কীর্তিমান সেই পাত্রের নাম সৌরভ আহুজা। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। অন্যতম অভিযুক্ত তিনি। অনেক দিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল ইডি। সম্প্রতি রাজস্থানের জয়পুরে একটি বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল সৌরভের। সেখানেই অভিযান চালিয়ে সৌরভকে পাকড়াও করার কথা ছিল ইডি আধিকারিকদের। কিন্তু সাত পাকে বাঁধা পড়ার আগেই বিয়েবাড়িতে ইডি হানা দিতে পারে বলে খবর পান সৌরভ। তড়িঘড়ি বিয়ে ছেড়ে পালিয়ে যান তিনি। হানা দিতে এসে সৌরভের খোঁজ না পেয়ে তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসারেরা।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহাদেব বেটিং অ্যাপের ১৫,০০০ কোটি টাকার কেলেঙ্কারি মামলায় ইডির সন্দেহের তালিকায় রয়েছেন সৌরভ। সম্প্রতি বিশেষ সূত্রে ইডি খবর পায় যে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোপনে জয়পুরের একটি বিলাসবহুল হোটেলে বিয়ে সারছেন সৌরভ। কয়েক ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছোন ইডির তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারেন, অভিযানের কথা জানতে পেরে সাত পাকে বাঁধা পড়ার ঠিক আগে বিয়ে অসমাপ্ত রেখেই পালিয়েছেন সৌরভ। বরের এ ভাবে মণ্ডপ ছেড়ে পালানোয় উভয় পক্ষের অতিথি এবং পরিবারের সদস্যেরা ভেঙে পড়েন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের মতে, জরুরি ফোনের বাহানায় বিয়ের মাঝে হঠাৎ করেই মঞ্চ থেকে বেরিয়ে যান সৌরভ। আর ফিরে আসেননি। তার কিছু ক্ষণ পরে ইডি কর্মকর্তারা এসে পৌঁছোন। সৌরভকে না পেয়ে নববধূ এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সৌরভকে পালাতে সাহায্য করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রায়পুরে আনা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সৌরভের বিরুদ্ধে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির কোটি কোটি টাকা অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতার করার জন্য অনেক দিন ধরেই অভিযান চালাচ্ছে ইডি।