অফিসের মধ্যে ঝামেলা চলাকালীন শরীরে চড়ে বসেছিলেন ম্যানেজার। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান সেই তরুণী কর্মী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ২৪ বছর বয়সি সেই কর্মীর। ঘটনাটি ঘটেছে লাস ভেগাসে। মৃত তরুণীর নাম জেসিকা ম্যাকলাফলিন। সংবাদমাধ্যম ‘এলএ টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন। অফিসে বাগ্বিতণ্ডা চলাকালীন জেসিকার উপরে চড়ে বসেছিলেন তাঁর ম্যানেজার। জ্ঞান হারান তরুণী। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা জানান জেসিকার মস্তিষ্কের মৃত্যু হয়েছে। পরে তাঁর ‘লাইফ সাপোর্ট’ খুলে নেওয়ায় হাসপাতালে মারা যান তিনি।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুন দুপুর ২টো নাগাদ অফিসের মহিলা ম্যানেজারের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয় জেসিকার। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলাকালীন হঠাৎই জেসিকার উপর আক্রমণ চালান তাঁর ম্যানেজার। জেসিকার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে তাঁর বুকের উপর বসে পড়েন। নিশ্বাস নিতে সমস্যা হয় জেসিকার। এর পরেই তিনি জ্ঞান হারান। আর ওঠেননি। তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, অক্সিজেনের অভাবে মস্তিষ্কের মৃত্যু হয়েছে জেসিকার। কোনও আশা না দেখে কয়েক দিন পরে জেসিকার ‘লাইফ সাপোর্ট’ খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। বুধবার মারা যান তিনি।
আরও পড়ুন:
সেই ঘটনা প্রসঙ্গে জেসিকার ভাই শন ম্যাকলাফলিন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘জেসিকা অন্য দিনের মতোই কর্মস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে ওর ম্যানেজার বিনা কারণে ওর উপর চড়াও হন। জেসিকাকে চেপে ধরে ওর উপর চড়ে বসে। নিঃশ্বাস নিতে পারেনি আমার দিদি।’’
আরও পড়ুন:
জানা গিয়েছে, জেসিকাকে তাঁর কয়েক জন সহকর্মী বাঁচানোর চেষ্টা করতে গেলে তাঁরাও আহত হন। শুধু তাই নয়, আক্রমণের পর অভিযুক্ত অফিস থেকে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে।