অফিসে পোশাকআশাক নিয়ে কোনও নীতিমালা নেই। ফলে ক্রপ টপ পরে অফিসে আসতে পারেন মহিলাকর্মীরা। কিন্তু চপ্পল পরার কারণে তাঁকে বসের কাছ থেকে কথা শুনতে হয়েছিল। সংস্থার বিরুদ্ধে তেমনটাই অনুযোগ করে সমাজমাধ্যমে সরব হলেন এক কর্মী! ওই পুরুষকর্মীর দাবি, পোশাকবিধি নিয়ে ‘দ্বিচারিতা’ করছে তাঁর সংস্থা। বিষয়টি নিয়ে সমালোচনা করে সমাজমাধ্যম রেডিটে একটি পোস্টও করেছেন তিনি। আর সেই পোস্টকে কেন্দ্র হইচই পড়েছে নেটপাড়ায়।
আরও পড়ুন:
‘পিলা_দুধ১২’ নামের রেডিট অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ওই পুরুষকর্মী লিখেছেন, ‘‘আমি একটি ডিজিটাল নিউজ় ওয়েবসাইটে কাজ করি। আমাদের অফিসে পোশাক নিয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। কিছু মহিলাকর্মী ক্রপ টপ পরেন এবং এতে আমার কোনও আপত্তি নেই।’’
তবে এর পর বিরক্তি প্রকাশ করে ওই রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমার বস্ এক বার আমাকে চপ্পল পরতে বারণ করেছিলেন। আমি এমন কোনও পদে চাকরি করি না যে আমাকে মিটিংয়ে যোগ দিতে হয়। তাহলে এই দ্বিচারিতা কেন? অন্যরা যদি আরামে পোশাক পরতে পারে, তবে আমি কেন চপ্পল পরতে পারব না! আমার কাজ নিয়ে কথা, সেটা তো আমি ভাল ভাবেই করছি।’’
আরও পড়ুন:
নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই পোস্ট। পোস্টটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোড়ন পড়েছে নেটপাড়ায়। অনেক নেটাগরিকই ওই কর্মীর দাবিকে সমর্থন করেছেন। বিরোধিতাও করেছেন অনেকে। এক নেটাগরিক সেই পোস্ট দেখার পর লিখেছেন, ‘‘সত্যিই ভাইয়ের দাবি ন্যায্য। যখন পোশাকবিধি নেই, তখন চপ্পল পরার ক্ষেত্রে অসুবিধা কোথায়?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পোশাকবিধি নেই মানে অফিসে যে কোনও পোশাক পরে যাওয়া যাবে তেমনটা নয়। স্বাস্থ্য এবং নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী চপ্পল বিপজ্জনক। আপনার সংস্থা আপনার নিরাপত্তা নিশ্চিত করছে। বহুজাতিক অনেক সংস্থাতেই ওই নিয়ম অনুসরণ করা হয়।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘অফিসে খালি পায়ে হাঁটুন। তখন দেখবেন অফিসের বস্ আপনাকে চপ্পল পরতে বলছেন।’’