মৃত্যু হয়েছে সঙ্গীর। ২৪ ঘণ্টা মৃতদেহের পাশ থেকে নড়লই না সর্পিণী। ‘শোকে কাতর হয়ে’ পুরুষ সাপের পাশে মৃত্যু হল স্ত্রী সাপটিরও। অন্তত তেমনটাই দাবি করেছেন মধ্যপ্রদেশের মোরেনার গ্রামবাসীরা। সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। আলোড়ন পড়েছে সমাজমাধ্যমেও।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোরেনার পাহাড়গড় পঞ্চায়েত সমিতির ধুরকুদা কলোনির কাছে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত গাড়ির নীচে চাপা পড়ে পুরুষ সাপটি। গ্রামবাসীদের একাংশ সাপের মৃতদেহ তুলে রাস্তার ধারে রেখেছিল। কিছু ক্ষণ পরেই সেখানে পৌঁছোয় এক সর্পিণী। মৃত সাপটির পাশে অপেক্ষা করতে থাকে সে। এর পর প্রায় ২৪ ঘণ্টা সঙ্গীর দেহের পাশেই ছিল স্ত্রী সাপটি। গ্রামবাসীরা সর্পিণীকে তাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। এর পর নাকি স্ত্রী সাপটিরও মৃত্যু হয়। হতবাক হয়ে যান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, সঙ্গীর শোকেই মৃত্যু হয়েছে স্ত্রী সাপটির। শেষে গ্রামবাসীরা সাপ দু’টির একই সঙ্গে শেষকৃত্য করেন।
আরও পড়ুন:
সনাতন ধর্মে পুরুষ এবং স্ত্রী সাপকে অত্যন্ত শ্রদ্ধা করা হয়। সেই বিশ্বাসকে সম্মান জানিয়েই গ্রামবাসীরা সাপ দু’টির একটি বেদি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই হইচই পড়েছে মধ্যপ্রদেশ জুড়ে। চাঞ্চল্য ছড়িয়েছে সমাজমাধ্যমেও। নেটাগরিকদের অনেকেই সেই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।