নিজের বিয়ে বলে কথা! আনন্দ যেন ধরে না তরুণের। কখনও রাস্তায় উথালপাথাল নাচছেন। কখনও আবার নতুন বৌয়ের সামনেই নাচ করে ভালবাসা প্রকাশ করছেন। নিজের বিয়েতে যখন নাচ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, তখন অতিথিদের সামনে স্ত্রীর কোলেই শুয়ে পড়তে দেখা গেল তরুণকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘রাকেশ.ভাটিয়া.৩১৫৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লাল বেনারসি পরে সোফায় বসে রয়েছেন কনে। নতুন বৌয়ের সামনে নাচ করছেন এক তরুণ। বিয়ে করে তিনি বেজায় খুশি। পিছনে বেজে চলেছে ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত ‘জ়রা হটকে জ়রা বঁচকে’ ছবির ‘তেরে ওয়াস্তে’ গানটি। সেই গানের বাণীর সঙ্গে পোজ় মিলিয়ে মিলিয়ে নাচ করছেন তরুণ। বরের কাণ্ড দেখে হাসি থামছে না তরুণীর।
হাসির মাঝে তরুণীর মুখ লজ্জায় রাঙা হয়েও উঠছে। তা বুঝতে পেরে নাচ থামিয়ে নববধূর পাশে গিয়ে বসে পড়লেন তরুণ। পরমুহূর্তেই স্ত্রীর কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে শুয়ে পড়লেন তিনি। নবদম্পতিকে তখন ঘিরে ছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তরুণের প্রেম-ভালবাসা উপচে পড়ছে দেখে তাঁদের মধ্যেও হইহই রব উঠে গেল। তার পর তরুণীর হাতে হাত রেখে সকলের সামনে নাচ করতে শুরু করলেন তরুণ।
শুধু তা-ই নয়, বিয়ে করার আনন্দে রাস্তায় অতিথিদের সঙ্গেও উত্তাল নাচ করতে দেখা গিয়েছে তরুণকে। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও তরুণের নামপরিচয় কিছুই জানা যায়নি। তবে ভিডিয়োগুলি দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এক জন লিখেছেন, ‘‘বিয়ে করার কী উত্তেজনা! আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন তরুণ।’’