Advertisement
E-Paper

মণ্ডপে মোবাইল হাতে শেয়ারের লেনদেনে মশগুল বর, ‘বিয়ের খরচ জোগাড়ের চেষ্টা’, বলল সমাজমাধ্যম

বিয়ের উত্তেজনা ভুলে নিবিষ্ট মনে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন পাত্র। এমনই এক মজার দৃশ্যের ভিডিয়োই সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১২:৫৪
Groom was seen glued to his mobile phone checking his trading graph

ছবি: সংগৃহীত।

বিয়ের দিনেও মোবাইল থেকে চোখ সরাতে পারছেন না বর। মাথায় পাগড়ি, পরনে জমকালো শেরওয়ানি, গলায় বরমালা। সুসজ্জিত মণ্ডপে বসেই মোবাইল ঘাঁটতে ব্যস্ত বরবাবাজি। চারপাশের হইচই, আনন্দ, বিয়ের উত্তেজনা ভুলে নিবিষ্ট মনে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন পাত্র। এমনই এক মজার দৃশ্যের ভিডিয়োই সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে হাসির তুফান উঠেছে নেটাগরিকদের মধ্যে। ‘ট্রেডিং লিও ডট ইন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বরবেশী যুবক মণ্ডপে বসেই ফোন ঘাঁটতে ব্যস্ত। বরের ঠিক পিছন থেকে ক্যামেরা বন্দি করা ভিডিয়ো ক্লিপটিকে ভিডিয়োটি জ়ুম করে দেখানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শেয়ার কেনাবেচার একটি পোর্টাল খুলে তা দেখছেন ওই যুবক। জীবনের বিশেষ দিনটিতে হবু বউয়ের জন্য অপেক্ষা না করে শেয়ার বাজারের স্টকের ওঠানামায় মনোনিবেশ করায় অনেকেই অবাক হয়েছেন। ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ৪ দিন আগে ভিডিয়োটি পোস্ট করা হয়। ১ কোটি ১ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিয়োটি। ৪ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে এতে। মজার মজার মন্তব্য জমা পড়েছে ভিডিয়োটিতে। এক ব্যবহারারী লিখেছেন, ‘‘বিয়ে করতে করতেই বর বিয়ের খরচ মেটাবার ব্যবস্থা করছেন।’’ অন্য একজন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বাজারের ওঠানামার দিকে নজর রাখা কতটা জরুরি তা একমাত্র বিনিয়োগকারীরাই বুঝতে পারেন।’’

Trading Trending Groom share mobile
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy