Advertisement
E-Paper

ভালবাসা নয়, প্রেম-প্রেম খেলায় বিশ্বাসী, ভাড়াটের মধ্যেও একই ‘গুণ’ খুঁজছেন বাড়ির মালকিন

তরুণী জানান, তিনি প্রেম করেন। গুরুগ্রামের বাইরে থাকেন তাঁর প্রেমিক। তরুণী তাঁর প্রেমিককে সত্যিই ভালবাসেন কি না সেই প্রশ্নও করে বসেন মালকিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
Gurgaon landlady is into casual relationship, looking for tenant like this

—প্রতীকী ছবি।

থাকার জন্য বাড়িভাড়া খুঁজছিলেন তরুণী। একটি বাড়ি পছন্দও হয় তাঁর। বাড়ির মালকিনের সঙ্গে কথা বলতেই চমকে যান তিনি। ভাড়াটের মধ্যে তিনি নাকি বিশেষ ‘গুণ’ খুঁজছেন। সমাজমাধ্যমে সেই চ্যাটের স্ক্রিনশটই ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

‘শিবাঙ্গি শাহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় দু’জনের বার্তালাপের একটি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। সেই বার্তালাপ আসলে গুরুগ্রামের এক মহিলা এবং এক তরুণীর। ওই মহিলার বাড়িতে ভাড়াটে হিসাবে থাকতে চান তরুণী। তা নিয়ে চ্যাটে কথা বলছেন দু’জনে। বাড়ির মালকিন ওই তরুণীকে প্রশ্ন করেন, ‘‘ডু ইউ হ্যাভ আ ডেট?’’ বাংলায় যার অর্থ ‘‘তুমি কি ডেট করছ?’ মহিলার কথার অর্থ প্রথমে বুঝতে পারেননি তরুণী। তিনি ভাবেন যে, ভাড়াবাড়িতে তিনি কবে নাগাদ আসতে পারবেন তা-ই বুঝি জিজ্ঞাসা করছেন বাড়ির মালকিন।

তরুণী জানান যে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা জানুয়ারি মাসের গোড়ায় তিনি বাড়ি বদল করবেন। কিন্তু তখন তরুণীর ভুল ধরিয়ে দেন ওই মহিলা। মহিলা আবার জিজ্ঞাসা করেন যে, তরুণীর কোনও প্রেমিক রয়েছেন কি না। তরুণী জানান, তিনি প্রেম করেন। গুরুগ্রামের বাইরে থাকেন তাঁর প্রেমিক। তরুণী তাঁর প্রেমিককে সত্যিই ভালবাসেন কি না সেই প্রশ্নও করে বসেন মালকিন। সেই প্রশ্ন শুনে ইতিবাচক উত্তর দেন তরুণী। তখনই মহিলার ভোলবদল হয়ে যায়।

তরুণীকে আর বাড়ি ভাড়া দিতে চান না বলেও জানিয়ে দেন তিনি। মহিলা বলেন, ‘‘আমি আসলে প্রেম-প্রেম খেলায় বিশ্বাসী। এমনই ভাড়াটে খুঁজছি যাঁর সঙ্গে আমার এই চিন্তাধারার মিল রয়েছে।’’ বার্তালাপের এই স্ক্রিনশটটুকু সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এক জন বলেছেন, ‘‘বাড়ি ভাড়া দেওয়ার জন্য আজগুবি শর্ত রাখার মানে কী?’’ আবার এক নেটব্যবহারকারী মন্তব্য করেন, ‘‘বাড়ির মালকিন মনে হয় ভাড়াটের প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। অথবা তিনি সমকামীও হতে পারেন।’’

Bizarre Rent Bizarre News gurgaon lady
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy